php glass

নিউইয়র্কে কুইকবুকস, এক্সেল, ক্যারিয়ার বিষয়ক কর্মশালা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: সংগৃহীত

walton

নিউইয়র্কে শুরু হয়েছে দশ সপ্তাহব্যাপী ফ্রি কুইকবুকস, এক্সেল ও ক্যারিয়ার নির্দেশনা বিষয়ক ধারাবাহিক কর্মশালা।

ঢাকা: নিউইয়র্কে শুরু হয়েছে দশ সপ্তাহব্যাপী ফ্রি কুইকবুকস, এক্সেল ও ক্যারিয়ার নির্দেশনা বিষয়ক ধারাবাহিক কর্মশালা।

রোববার (১০ এপ্রিল) বিকেল ৩টার দিকে নিউইয়র্ক সিটির এলমহার্স্ট হাসপাতালের সেমিনার কক্ষে প্রথমদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়।  

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমেরিকায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, বিশেষ অতিথি ছিলেন- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি শিক্ষাবিদ ড. সিদ্দিকুর রহমান, উপদেষ্টা আবুল কাশেম, ডা. মাসুদুল হাসান, আব্দুস সামাদ আজাদ, শাহানারা রহমান ও মিসেস মোমেন।

এছাড়াও সেখানে আরও উপস্থিত ছিলেন- কংগ্রস অব বাংলাদেশি আমেরিকান এর কো-চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা, কাজী আজিজুল হক খোকন এবং পরিচালক এম এ আলম বিপ্লব।

দশ সপ্তাহব্যাপী এই কর্মশালার যৌথভাবে আয়োজন করেছে- সেন্টার ফর হিউম্যান ডেভেলপমেন্ট বাংলাদেশ (সিএইচডি বিডি) ও কংগ্রেস অব বাংলাদেশি আমেরিকান।

ধারাবাহিক কর্মশালার সূচনা পর্বে বক্তব্য রাখেন- কর্মশালার মূল প্রশিক্ষক, সিএইচডি বিডি’র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মনজুর চৌধুরী।

মাসুদ বিন মোমেন তার বক্তব্যে বলেন, আমেরিকায় ইংরেজি ও পেশাদারিত্বে সমৃদ্ধ হয়ে ভালো চাকরিতে যোগ দিন ও দেশের কল্যাণে অবদান রাখুন। কোনো কাজই ছোট নয়।

কঠোর পরিশ্রম করে কৃতিত্বের সঙ্গে এই কোর্স সম্পন্ন করলে অংশগ্রহণকারীরা ভালো চাকরির সুযোগ পাবেন বলে আশাবাদব্যক্ত করেন সিদ্দিকুর রহমান।

কংগ্রেস অব বাংলাদেশি আমেরিকানের চেয়ারম্যান ও অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ আলী সিদ্দীকী বাংলাদেশি ইমিগ্রান্টদের এ ধরনের কোর্সে অংশ নিয়ে নিজেদের আরও সমৃদ্ধ ও দক্ষ করে গড়ে তুলে এবং সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
আরএইচএস/পিসি

দাগনভূঞায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
দুর্গাপুরে কাওসার হত্যায় ছাত্রলীগের প্রতিবাদ
ঈশ্বরদীতে নদীতে নৌকা ডুবে কৃষকের মৃত্যু
কক্সবাজারে ছাত্রদলের ঘোষিত ইউনিট কমিটি বাতিল
সোনামসজিদ সীমান্তে ১১৩০ বোতল ফেনসিডিল জব্দ


দুর্নীতি-সন্ত্রাস বন্ধের দাবি প্রগতিশীল বিভিন্ন সংগঠনের
দলের নাম ভাঙিয়ে অন্যায় করতে দেবেন না মেয়র সাদিক
নওগাঁয় ঘুষসহ সাব-রেজিস্ট্রি অফিসের দু’জন দুদকের হাতে আটক
আমিরাতের মানবসম্পদমন্ত্রীর সঙ্গে ইমরান আহমদের বৈঠক
স্পিকারের সঙ্গে সার্বিয়ার উপ-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ