php glass

ফিনল্যান্ডে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে ঈদ

514 | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton
ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। একমাস রোজা রাখার পর ফিনল্যান্ড জুড়ে মুসলমানরা ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসাহের মধ্য দিয়ে শুক্রবার উদযাপন করেছে পবিত্র ঈদুল ফিতর।

ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। একমাস রোজা রাখার পর ফিনল্যান্ড জুড়ে মুসলমানরা ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসাহের মধ্য দিয়ে শুক্রবার উদযাপন করেছে পবিত্র ঈদুল ফিতর।

এদিন প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে ফিনল্যান্ডে প্রবাসী বাংলাদেশী ধর্মপ্রাণ মুসলমানরা সমবেত হন ঈদের জামাতে।

রাজধানী হেলসিংকিতে প্রবাসী বাংলাদেশীদের ঈদের প্রধান জামাত দু’টি অনুষ্ঠিত হয়েছে সকাল ৯টায় কনতুলার রিনতি পলকু স্কুল মিলনায়তনে ও হাকানিয়েমির মেরি হাকা পাল্লোহাল্লিতে।

হাকানিয়েমিতে ইমামতি করেন হেলসিংকির দারুল আমান মসজিদের খতিব মো. আবদুল কুদ্দুস খান ও কনতুলার জামাতে ইমামতি করেন মো. বশির আহমেদ।
ঈদের জামায়াত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। 

ফিনল্যান্ডের সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীরা এ জামাতে দুইটিতে অংশ নেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লিমন চৌধূরী, নাজমুল হুদা, জহুরুল ইসলাম সিকদার, কামরুল আলম কমল, রফিকুল হায়দার টিপু, নাসির খান, আনোয়ার হোসেন খান, মবিন মোহাম্মদ, আতাউর রহমান খান, আকরাম, ড. মঞ্জুর রহমান, আ. হান্নান, হারুন, এম এ মান্নান, স্বপন মুজিবুল্লাহ, বদরুম মুনীর ফেরদৌস, মিজানুর রহমান মিঠু, মোস্তফা আজাদ বাপি, খালেদুল ইসলাম জিতু, মঞ্জুর রহমান, নাসির উদ্দিন মজুমদার, আতাউর রহমান রুহেল, হাদি, হাসান, শাকিল, আনিসুর বড়, আনিস ছোট, রমজান আলী, জামান সরকার মনির, তাপস, গাজী সামসুল আলম, নিজাম, মাসুদ আবদুল্লাহ, সাহিন মোহাম্মদ, ফাহমিদ,  টুলু, মঞ্জু, আরজু, তারিক, আনোয়ার হোসেন, মোস্তাক, লিটন, ডঃ এম এ জহির, রনি, রশিদ, কামাল, তানভীর, রাসেল, জনি, নজরুল, গিয়াস, শিপু, আফসার, হাসিব, টুলু, পিটু, সপনিল, তুহিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৭০৭ ঘণ্টা,জুলাই ১৮, ২০১৫
আরআই


শায়েস্তাগঞ্জে বাসচাপায় পথচারী নিহত
শিগগিরই জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: মেয়র লিটন
সিকিউরিটি সুপারভাইজার নেবে ডিপিডিসি
নীলফামারীতে বঙ্গবন্ধুর মুর‌্যাল উদ্বোধন
ঋণখেলাপি নিয়ে ব্যাংকের নীতিমালায় আরো ২ মাস স্থিতাবস্থা


বাজেটে সংসদ সদস্যদের মতামত নেওয়া হয়নি: বাদশা
কোলে চড়ে ভোট দিলেন ৯৫ বছরের মোমেনা
হাতীবান্ধায় দু’পক্ষের সংর্ঘষে আহত ১৮
শত ব্যস্ততায়ও সময় বের করতে হবে 
বিএফডিসিতে বাপ্পির ‘ঢাকা ২০৪০’র শুটিং শুরু