php glass

ফ্রান্সে প্রবাসীদের মিলনমেলা

1268 | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton
ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটিতে দিনব্যাপী তরুণদের মিলনমেলা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।দেশটির রাজধানী প্যারিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুপারমুন উপলক্ষে সুস্থ বিনোদনের লক্ষ্যে প্রবাসী বাংলাদেশি মাসুম চৌধুরী এ অনুষ্ঠানের আয়োজন করেন।

প্যারিস (ফ্রান্স) থেকে: ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটিতে দিনব্যাপী তরুণদের মিলনমেলা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

দেশটির রাজধানী প্যারিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুপারমুন উপলক্ষে সুস্থ বিনোদনের লক্ষ্যে প্রবাসী বাংলাদেশি  মাসুম চৌধুরী এ অনুষ্ঠানের আয়োজন করেন।

১০ আগস্ট রাতের আকাশে যে চাঁদ হেসেছে তার আকার স্বাভাবিকের চেয়ে বড়। আর দূরের চাঁদটি নেমে এসেছিল পৃথিবীর অনেকটা কাছে।

তাই ফ্রান্সের প্যারিসে থেকে বহু লোক এই সুপারমুন দেখার সুযোগ পেয়েছিলেন।

এই স্মৃতি লালন করে রাখতে ‘প্রবাসে বাঙালিরাই বাঙালিদের ভাই, সব বাঙালি মিলে একটি বড় পরিবার। সেই পরিবারের নাম বাংলাদেশ’ স্লোগানে ক্লিসি সোভা মেরির পার্শবর্তী মাঠে সবাই মিলিত হন।

এখানে রাহুল আমিন নিজ হাতে রান্না করা রকমারি  বাংলাদেশি খাবার একটি ঠেলা গাড়িতে করে নিয়ে আসেন।

তখন ঘড়ির কাটায় স্থানীয় সময় বেলা ২টা। প্রবাসের হাজারো ব্যস্ততার মধ্যে দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় উপস্থিত সবাই আনন্দিত।

খাবারের মেন্যুতে ছিল দেশীয় স্বাদের গরুর মাংস,পোলাও, মুরগীর রোস্ট, স্পেনের অলিভ, ভেরাইটিজ সালাদ, ফ্রান্সের বিখ্যাত বাগেট, মিনারেল পানি ও চকলেট।

গান,গল্প আর আড্ডায় তুমুল আনন্দে মেতে উঠেন প্রবাসী বাঙালিরা।

অনুভূতি প্রকাশের সময় সবাইকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজক মাসুম চৌধুরী।

ফখরুল ইসলোমের পরিচালনায় আরও বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা তারেক আহমেদ তাজ, সাংবাদিক দেলওয়ার হোসেন সেলিম ,মুহাম্মদ আলী, সুমন আল মাহবুব প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৪

বিনা টিকিটে ভ্রমণ, ১৯৫৪ রেলযাত্রীকে জরিমানা
রাতেই আসছে ৭ টন পেঁয়াজ
রাজধানী সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি 
মৌলভীবাজারে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
পাসপোর্ট করাতে এসে গ্রেফতার রোহিঙ্গা রিমান্ডে


২০২০ সালে বেরোবিতে ১ম সমাবর্তন
চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী বৃহস্পতিবার
‘পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ’
রেলক্রসিং-ফ্লাইওভারের কাছ থেকে সরানো হলো শতাধিক দোকান
বরিশালে করমেলায় ৮ কোটি ৯০ লাখ টাকা আদায়