php glass

শতভাগ বিদ্যুতায়নের আওতায় নিকলী উপজেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলী উপজেলাসহ দেশের ১৫টি উপজেলায় আনুষ্ঠানিকভাবে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে ১৫টি উপজেলাসহ দেশের মোট ৫১টি উপজেলা শতভাগ বিদ্যুৎ সরবরাহের আওতায় এসেছে।

একই সময়ে অন্য যে ১৪টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করা হয়েছে, সেগুলো হলো-ঢাকার ধামরাই, চট্টগ্রামের রাউজান, রংপুরের পীরগঞ্জ, কুষ্টিয়ার খোকসা, সাতক্ষীরার দেবহাটা, খুলনার রূপসা, ফুলতলা ও দিঘলিয়া, নাটোরের বাগাতিপাড়া, পাবনার বেড়া, সিলেটের বিয়ানিবাজার, চুয়াডাঙ্গার সদর এবং দিনাজপুরের সদর ও বিরামপুর।

এ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী ও নিকলীর কৃষক জসীম উদ্দিন প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলেন। তারা নিকলী উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও নিকলীবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর উপজেলা) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মো. আক্তার জামীল, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পরাভেজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
আরবি/

শ্রীমঙ্গলে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে পুলিশের তদারকি
নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে ঝালকাঠিতে বিএনপির সমাবেশ
রোহিঙ্গাদের হাতে এনআইডি: নির্বাচন কমিশনের কর্মী আটক
আইনগতভাবে এলডিপি অন্য কারও হতে পারে না: অলি
নেদার‌ল্যান্ডের রাজধানীতে প্রথমবারের মতো মাইকে আজান


কাস্টম হাউসে হয়রানির অভিযোগ বিক্ষোভ
করমেলার ৫ম দিনে খুলনায় ৫ কোটি ২৮ লাখ টাকা আদায়
ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ, প্রতারক খালেক কারাগারে
তিনবেলা পেট পুরে ভাত খাচ্ছি, এটাই উন্নয়ন: পরিকল্পনামন্ত্রী
সোহানের অনবদ্য সেঞ্চুরিতে ম্লান শুভাগতের ৫ উইকেট