php glass

২০১২’র পর লোডশেডিং থাকবে না: একপক্ষ’র আলোচনায় পিডিবি চেয়ারম্যান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান এ এসএম আলমগীর কবীর বলেছেন, ‘বিদ্যুতের জন্য সরকার নেওয়া পদক্ষেপ সফল হলে ২০১২ সালের ডিসেম্বরের পর লোডশেডিং থাকবে না।’

ঢাকা: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান এ এসএম আলমগীর কবীর বলেছেন, ‘বিদ্যুতের জন্য সরকার নেওয়া পদক্ষেপ সফল হলে ২০১২ সালের ডিসেম্বরের পর লোডশেডিং থাকবে না।’

পলিসি ম্যাগাজিন একপক্ষ শনিবার, ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে ‘বিদ্যুৎ : প্রতিশ্রুতি, উৎপাদন, ঘাটতি এবং ভবিষ্যৎ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিগত বছরের তুলনায় বিদ্যুৎ পরিস্থিতি তুলনামুলক ভালো উল্লেখ করে পিডিবি চেয়ারম্যান বলেন,  ‘বর্তমানে বিদ্যুতের চাহিদা সাত হাজার মেগওয়াট। আর উৎপাদন হচ্ছে গড়ে পাঁচ হাজার মেগওয়াট।’  

দেশের বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি এবং সামনের দিনগুলোতে বিদ্যুৎ ঘাটতি নিরসনে সরকারের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

বর্তমান সরকারের আমলে যে সব প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের জন্য অনুমতি লাভ করেছে তাদের পক্ষ থেকে প্রতিনিধিরা উৎপাদন পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন।
 
একপক্ষ সম্পাদক মাসুদা ভাট্টির সভাপতিত্ব ও সঞ্চালনায় এ অনুষ্ঠানে রাজনীতিক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা যায় কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করা কঠিন।’ বিদ্যুতের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সাধারণ মানুষের একজন। আমি ভোটার-গ্রাহক। আমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলো বিদ্যুৎ দেওয়া হবে। কিন্তু বাস্তবে তা আমি পাইনি।’

সরকারের উদ্দেশে মাহমুদুর রহমান বলেন, ‘জনগণকে নির্বাচনের আগে বিদ্যুৎ দেবে বলে ওয়াদা করেছে এখন দিতে না পেরে যুক্তি দেখালে জনগণ মানবে না।’

তিনি বলেন, ‘জনগণ যুক্তি মানতে চায় না। তারা চায় প্রতিশ্রুতির বাস্তবায়ন।’ রাজনীতির প্রসঙ্গ টেনে ডাকসুর সাবেক এই নেতা বলেন, ‘খালেদা জিয়া নতুন নেতৃত্ব বলতে কী বুঝিয়েছেন তা স্পষ্ট করে বলতে হবে। তিনি কি উত্তরাধিকারের রাজনীতির কথা বলতে চান?’

গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য রাখেন, পিডিবি’র প্রধান প্রকৌশলী মোস্তাক আহমেদ, কলামিস্ট ও নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) জিল্লুর রহমান, এনার্জি প্যাকের পরিচালক রেজওয়ানুল কবীর, পাগলা ৫০ মেগাওয়াট কুইক রেন্টাল প্রজেক্টের প্রধান লে. কর্নেল রেজওয়ানুল হক, এরিকসন বাংলাদেশের পরিচালক মাসুদুর রহমান, জ্বালানি বিষয়ক ম্যাগাজিন ‘এনার্জি অ্যান্ড পাওয়ার’ এর সম্পাদক মোল্লাহ আমজাদ হোসাইন, ডিজাইন ওয়ান-এর পরিচালক খালেদ মাহমুদ, পিডিবি ডিস্ট্রিবিউশনের মেম্বার আবদুহু রুহুল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময় ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১১ 

বছরে ১৪ মিলিয়ন পর্যটক আসে হা লং-এ: ডং হুই হাউ
ভ্রমণে হাত বাড়ালেই ‘ট্যুরিস্ট পুলিশ’
ধ্বংসের মুখে বাঘিয়ার বিলের জীববৈচিত্র্য
পর্যটনে দ্রুত দৃশ্যমান কিছু করতে চাই: মাহবুব আলী
পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু


দুই হাত হারানো ক্রিকেটভক্ত রইসের মাসিক আয় ১৫ হাজার
দেশে ভ্রমণে আগ্রহ বাড়ছে নারীদের
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মৃত্যু
নম্বরপ্লেট বিহীন বিআরটিসি বাস ফেরত পাঠালেন শ্রমিকরা