php glass

বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত বৈঠকেই দু’বার লোডশেডিং!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

আসন্ন গ্রীষ্ম মৌসুমে রাজধানীর বিদ্যুৎ সরবরাহ নিয়ে বুধবার দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠককালেই দুই বার লোডশেডিংয়ের ঘটনা ঘটেছে। পরে সরবরাহ স্বাভাবিক হয়।

ঢাকা: আসন্ন গ্রীষ্ম মৌসুমে রাজধানীর বিদ্যুৎ সরবরাহ নিয়ে বুধবার দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠককালেই দুই বার লোডশেডিংয়ের ঘটনা ঘটেছে। পরে সরবরাহ স্বাভাবিক হয়।

বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, সকালে ডিপিডিসি, পিজিসিবিসহ বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ সংস্থাগুলোকে নিয়ে এ বৈঠকের আয়োজন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৩৩ কেভি (কিলোভোল্ট) লাইনে ওভারলোডিংয়ের কারণে পৌনে ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে দু’বার বিদ্যুৎ চলে যায়।

সচিবালয়ে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে নিয়োজিত ডিপিডিসি সেগুনবাগিচা জোনের ব্যবস্থাপক মো. কুতুব উল আলম দুপুরে বাংলানিউজকে বলেন, ‘ধানমন্ডি-রামপুরা ৩৩ কেভি লাইনে ওভারলোডিংয়ের কারণে একবার ট্রিপ করলে হঠাৎ করে লোডশেডিং হয়।’

তিনি জানান, এর কিছুক্ষণ পর রমনা জোনের একটি সাব স্টেশনে ত্রুটির কারণে আরেকবার বিদ্যুৎহীন হয় সচিবালয়সহ আশেপাশের এলাকা।

সচিবালয়ের বিদ্যুৎ রক্ষণাবেক্ষণ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া বাংলানিউজকে জানান, ‘বেলা একটায় সচিবালয়ে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়। বিভ্রাটের সময় জেনারেটর দিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।’

ডিপিডিসির মহা-ব্যবস্থাপক মনজুর হোসেন বলেন, ‘বৈদ্যুতিক গ্রিড লাইনের কারিগরি ত্রুটির কারণেই এ সমস্যা হয়েছে।’

উল্লেখ্য, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপডিসি) সচিবালয় এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১১

দিবারাত্রির টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সেঞ্চুরি বঞ্চিত স্টোকস, চাপে পড়েছে নিউজিল্যান্ড
হাতীবান্ধায় আ’লীগের পাল্টাপাল্টি কমিটি, সংঘর্ষের আশঙ্কা
গুজব বন্ধে ফেসবুক-ইউটিউব আইনের আওতায় আসছে
২৫ নভেম্বর লন্ডন মাতাবে কারি অ্যাওয়ার্ড


ফুডপ্রো এক্সপোতে দর্শনার্থীদের ভিড়
চট্টগ্রাম-৮ আসনে উপ নির্বাচনের প্রস্তুতি
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ
১৩ ডিগ্রিতে নেমেছে পঞ্চগড়ের তাপমাত্রা
লালমনিরহাট থেকে সব রুটে বাস চলাচল শুরু