php glass

বাংলাদেশ-ভিয়েতনামের সম্পর্ক আরও জোরদার হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূত ট্রান ভ্যান খোয়াকে শুভেচ্ছা জানান সিপিবি নেতারা। ছবি: বাংলানিউজ

walton

ঢাকা: বাংলাদেশ ও ভিয়েতনামের জনগণের মধ্যে বহু মিল রয়েছে। ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে ভিয়েতনামের সম্পর্ক আরও জোরদার হবে বলে জানিয়েছেন ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূত ট্রান ভ্যান খোয়া।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে পল্টনের অবস্থিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূত এসব কথা জানান।

ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূত ট্রান ভ্যান খোয়াকে সিপিবি কার্যালয়ে স্বাগত জানান পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। এসময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন, আন্তর্জাতিক বিভাগের প্রধান হাসান তারিক চৌধুরী।

রাষ্ট্রদূত ট্রান ভ্যান খোয়া বলেন, ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের জনগণের সমর্থন ছিল। সেইসঙ্গে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেও ভিয়েতনামের জনগণের সমর্থন দুই দেশের বন্ধুত্বের এক বিরাট উদাহরণ। দুই দেশের কমিউনিস্ট পার্টির মধ্যেও রয়েছে এক দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এ সম্পর্ক আদর্শের এবং দীর্ঘদিনের।

বিদায়ী শুভেচ্ছা জানিয়ে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সিপিবি এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির মধ্যে সম্পর্ক এক ঐতিহাসিক সূত্রে গাঁথা। এ সম্পর্ক জোরদার করতে সিপিবি সবসময় আন্তরিক। দুই দেশের পার্টি এবং জনগণের মধ্যে রাজনৈতিক ও সামাজিক আদান-প্রদান আরও বাড়ানোর মধ্য দিয়ে আগামী দিনে নিশ্চয়ই এ সম্পর্ক এক বিরাট উচ্চতায় পৌঁছাবে।

দুই দেশের জনগণ ও পার্টির মধ্যে সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার জন্য বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান সিপিবি সভাপতি। এসময় সিপিবি নেতারা এবং ভিয়েতনামের রাষ্ট্রদূত পরস্পরের সঙ্গে শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
আরকেআর/এসএ

না’গঞ্জে ডাকাতি মামলায় তিনজনের যাবজ্জীবন
পাঁচ দিনে ৩৯৩ কোটি টাকার বেশি আয়কর আদায় চট্টগ্রামে
গণস্বাস্থ্যে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক নেফ্রোলজি সম্মেলন
ব্যাঙ ও বিড়ালছানা | সুমাইয়া বরকতউল্লাহ্
জলপাইয়ের টক-ঝাল-মিষ্টি আচার 


স্মার্টসিটি হচ্ছে আগরতলা
টাঙ্গাইলে ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন
এশিয়া প্যাসিফিক সামিটে যোগ দিতে কম্বোডিয়া গেলেন স্পিকার
পাকিস্তানে হামলাচেষ্টার অভিযোগে ভারতের ‘জেমস বন্ড’ আটক
চুয়াডাঙ্গায় বাস চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ