php glass

২২ বছর পর হবিগঞ্জ মহিলা আ’লীগের কমিটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নতুন কমিটির নেত্রীদের পরিচয় করিয়ে দিচ্ছেন অতিথিরা, ছবি: বাংলানিউজ

walton

হবিগঞ্জ: দীর্ঘ ২২ বছর পর হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন জমিলা খাতুন। সাধারণ সম্পাদক হয়েছেন আলেয়া জাহির।

শনিবার (০৫ অক্টোবর) বিকেলে স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে দুই সহশ্রাধিক নারীর অংশগ্রহণে অনুষ্ঠিত কাউন্সিলে এ কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন।

কমিটিতে ইসমত আরা জলি, নুসরাত মাহমুদ চৌধুরী, শওকত আরা চৌধুরী, শাহানারা চৌধুরী ও তাহেরা চৌধুরীকে সহ সভাপতি করা হয়েছে। এছাড়া লুৎফুন্নাহার চৌধুরী স্মৃতি, অ্যাডভোকেট পারভীন আক্তার, মুসলিমা খানম শারমিন, অ্যাডভোকেট জেবুন্নেছা চৌধুরী মুক্তা ও জাহেনারা আক্তার বিউটি যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন। একইসঙ্গে রওশনারা ভূঁইয়া লাকী, ফাতেমাতুজ জোহরা রীনা, সালেহা বেগম চৌধুরী, রীনা রহমান ও অ্যাডভোকেট গুলশান আরা ফেন্সীকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

এর আগে দুপুরে সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মো. আবু জাহির।

সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন।

জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জমিলা খাতুনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমত আরা জলির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক।

বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ (মিলাদ গাজী), কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি নাসিমা ফেরদৌসী প্রমুখ।

সর্বশেষ ১৯৯৭ সালে হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর ২০১৮ সালে সম্মেলনের উদ্যোগ গ্রহণ করা হলেও তা হয়নি বলে জানিয়েছেন জেলা সভাপতি জমিলা খাতুন।

বাংলাদেশ সময়: ০৩৫৮ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
টিএ

ক্লিক করুন, আরো পড়ুন: আওয়ামী লীগ হবিগঞ্জ
নারায়ণগঞ্জে পৃথক মামলায় ১০ জনের কারাদণ্ড 
কসবার ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে ঢামেকে রেলমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ উন্নত বিশ্বের কাছে দৃষ্টান্ত
চরফ্যাশনে নিহত ১০ জেলে পরিবারে শোকের মাতম
নবায়নযোগ্য জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব সরকারের


মঙ্গলবার জাতীয় সংসদে ২ বিল পাস
আতঙ্কে হবিগঞ্জের রেল যাত্রীরা!
বানরকে লাই দিলে মাথায় ওঠে, রাঙ্গা প্রসঙ্গে ফিরোজ রশিদ
ঐতিহ্যের সাজে মণিপুরীদের রাস উৎসব শুরু
৬ হাজারের বেশি নিলামযোগ্য কনটেইনার বন্দরে!