php glass

পুলিশি বাধায় অনুষ্ঠিত হয়নি জিয়া পরিষদের মানববন্ধন 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রেসক্লাবের সামনে জিয়া পরিষদ ও বিএনপির নেতাকর্মীরা। ছবি- বাংলানিউজ 

walton

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জিয়া পরিষদ আয়োজিত মানববন্ধন কর্মসূচি পালন করতে দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এ ব্যাপারে সরকারের তীব্র সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সাংবাদিকদের জানান, এই আওয়ামী লীগ সরকার গণবিরোধী সরকার। এই আওয়ামী লীগ সরকার জনগণের বাকস্বাধীনতায় বিশ্বাস করে না, গণতন্ত্রে বিশ্বাস করে না। তাই আজকে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে জিয়া পরিষদ আয়োজিত পূর্বঘোষিত শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করতে এসে সরকারের তাবেদার আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা বাধাগ্রস্ত হলাম। তারা আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করতে দেয়নি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জোর দাবি জানাচ্ছি।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। এছাড়া আমন্ত্রিত ছিলেন দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ডা. আব্দুল কুদ্দুস। সভাপতিত্ব করার কথা ছিল জিয়া পরিষদের সভাপতি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবির মুরাদের। সবাই যথাসময়ে উপস্থিত হলেও পরে ফিরে যান।

বাংলাদেশ সময় : ১২২২ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
এমএইচ/এইচজে 

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: আটজন লাইফসাপোর্টে
‘একজন অফিসার চাইলে জেলা-উপজেলার চেহারা বদলে দিতে পারেন’
থার্টিফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে কনসার্ট করা যাবে না
পরবর্তী করণীয় ঠিক করবেন সিনিয়র আইনজীবীরা
সেঞ্চুরির পর তামিমের ৫


খাগড়াছড়িতে ডিজিটাল দিবসে র‌্যালি-সভা
এ রায়ে আমরা ‘শকড’: মাহবুব উদ্দিন
খালেদাকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ কামরুলের 
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি
২০২৩ সালের মধ্যে দেড় কোটি যুবকের কর্মসংস্থান হবে