php glass

বিশেষ পর্যটন অঞ্চলে ক্যাসিনোর প্রস্তাবে সিপিবির ক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিপিবি।

walton

ঢাকা: কক্সবাজারে প্রস্তাবিত বিশেষ পর্যটন অঞ্চলে ক্যাসিনোসহ আধুনিক সব আয়োজন থাকবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক। তার এমন বক্তব্যের প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বৃহস্পতিবার (২৬ সপ্টম্বর) বিকেলে পাঠানো এক বিবৃতিতে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এ ক্ষোভ প্রকাশ করেন।

বিবৃতিতে নেতারা বলেন, চলমান ক্যাসিনোবিরোধী অভিযানে দেশে দুর্বৃত্তায়নের চেহারা ফুটে উঠেছে। এমন সময় ক্যাসিনোর পক্ষে দেওয়া যেকোনো বক্তব্য পুরো অভিযানকেই প্রশ্নবিদ্ধ করবে। মন্ত্রীর উপস্থিতিতে সচিবের এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত। 

পর্যটন এলাকায় ক্যাসিনো বসানোর বিষয়ে আলোচনার পরিবর্তে এখন ‘ক্যাসিনো’র মাধ্যমে বিভিন্ন ক্লাব পাড়া, মহল্লা ও বাড়িতে দুর্বৃত্তায়নের যে চিত্র ফুটে উঠেছে, সেটির বিরুদ্ধে শক্ত হাতে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। একই সঙ্গে এদের মদদদাতা, পৃষ্ঠপোষক ও গডফাদারদের চিহ্নিত করে গ্রেফতার ও শাস্তির দাবি জানান সিপিবি নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
আরকেআর/এসএ

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: আটজন লাইফসাপোর্টে
‘একজন অফিসার চাইলে জেলা-উপজেলার চেহারা বদলে দিতে পারেন’
থার্টিফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে কনসার্ট করা যাবে না
পরবর্তী করণীয় ঠিক করবেন সিনিয়র আইনজীবীরা
সেঞ্চুরির পর তামিমের ৫


খাগড়াছড়িতে ডিজিটাল দিবসে র‌্যালি-সভা
এ রায়ে আমরা ‘শকড’: মাহবুব উদ্দিন
খালেদাকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ কামরুলের 
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি
২০২৩ সালের মধ্যে দেড় কোটি যুবকের কর্মসংস্থান হবে