মানববন্ধন, ছবি: বাংলানিউজ
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন- শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ আলম রাজা, শ্রমিক নেতা গাজী বুরহান প্রমুখ।
বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাবন্দি করে রাখা হয়েছে।অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
টিএম/ওএইচ/