php glass

সমাবেশ বানচাল করতে ধরপাকড়ের অভিযোগ ডা. জাহিদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সমাবেশস্থলের প্রস্তুতি পরিদর্শন করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ এজ এম জাহিদ হোসেন। ছবি: বাংলানিউজ

walton

সিলেট: বিভাগীয় সমাবেশ বানচাল করতে ধরপাকড় শুরু করেছে পুলিশ। তাই সমাবেশের আগেই ১৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ এজ এম জাহিদ হোসেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) নগরের রেজিস্ট্রারি মাঠে সমাবেশস্থলের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে আটকের তথ্য তুলে ধরেন তিনি।
 
জাহিদ হোসেন বলেন, সমাবেশকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নগরসহ বিভিন্ন উপজেলায় নেতাকর্মীদের হয়রানি করছে। তারা পরিবহন মালিকদেরও সমাবেশস্থলে না যেতে নির্দেশনা দিয়েছে।
 
তিনি বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও ফরমায়েশি রায় বাতিলসহ দেশব্যাপী সরকারের নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
 
তার মতে সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে লাখো জনতার অংশগ্রহণের ভয়েই সরকার সমাবেশে বাধা সৃষ্টি করতে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে।
 
এসময় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় সদস্য এম এ হক, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী।
 
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, রেজাউল হাসান কয়েছ লোদী, এমদাদ হোসেন প্রমুখ।
 
এর আগে ২২ সেপ্টেম্বর বিকেলে সংবাদ সম্মেলন করে জেলা ও মহানগর বিএনপির নেতারা ঘোষণা দেন ২৪ সেপ্টেম্বর সমাবেশের মধ্য দিয়ে সিলেটে নতুন ইতিহাস সৃষ্টি করা হবে। এরপর ওই রাতে সমাবেশের প্রচারপত্র বিলিকালে তিন উপজেলা থেকে ১২ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
 
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এনইউ/আরবি/

ক্লিক করুন, আরো পড়ুন: সিলেট
২ বছরের মধ্যে ডিএনসিসির সব সুবিধা মিলবে অনলাইনে: আতিক
গণপরিবহনে যৌন হয়রানি বন্ধ চান সুজন
১৪২টি পদক নিয়ে ১৩তম আসর শেষ করল বাংলাদেশ
আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে ‘উড়ে যাওয়া পাখির চোখ’
মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেত্রী নিহত


‘শান্তির দূত’ থেকে যেভাবে গণহত্যার কাঠগড়ায় সু চি 
টিকফা বৈঠক পিছিয়ে মার্চে
ব্যাট হাতে দাপট দেখিয়েছেন যারা
পেশীশক্তি নয়, আদর্শের রাজনীতি করুন: নওফেল
শিবচরে ইউএনও-চেয়ারম্যানের গাড়ি ভাঙচুর, আটক ২৫