php glass

দুর্নীতি এখন হাস্যরসে পরিণত হয়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সংসদ সদস্য পীর ফজলুর রহমান

walton

জাতীয় সংসদ ভবন থেকে: জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য পীর ফজলুর রহমান বলেছেন, দেশে দুর্নীতি এখন হাস্যরসে পরিণত হয়েছে। 

দুর্নীতি তদন্তে তিনি জাতীয় সংসদের সিনিয়র সদস্যদের নিয়ে তদন্ত কমিটি গঠনের দাবি জানান।

সোমবার (০৯ সেপ্টেম্বর) রাতে জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে পীর ফজলুর রহমান এ দাবি জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

পীর ফজলুর রহমান বলেন, দুর্নীতির কারণে সরকারের সব অর্জন ম্লান হয়ে যাচ্ছে। ৫ হাজার ৫০০ টাকার জিনিস ৮৫ হাজার টাকায় কেনা হয়েছে বলে দেখানো হয়েছে। পুকুর খনন শিখতে বিদেশে গেছেন। লুটপাটে ওয়াসা ডুবেছে। অদ্ভুত সব দুর্নীতির কর্মকাণ্ড ঘটছে। এসব কারণে সরকারের সব উন্নয়ন ম্লান হয়ে যাচ্ছে। 

তিনি বলেন, এসব দুর্নীতি তদন্তে একটি কমিটি গঠন করে দিতে হবে। এই সংসদে সিনিয়র সংসদ সদস্যরা আছেন, অভিজ্ঞ রাজনীতিবিদরা আছেন। এই সিনিয়র সদস্য ও অভিজ্ঞ রাজনীতিবিদদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে দিন। এই কমিটি দিয়ে এসব প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্ত করতে হবে।  

বাংলাদেশ সময়: ২২২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এসকে/এনটি

ksrm
জাতীয় নারী দাবায় শীর্ষস্থানে রানী হামিদ
আন্দোলনের মুখে ইবি প্রক্টরের অব্যাহতি
ফরিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মকর্তা নিহত
বিজয়নগর সায়েম টাওয়ার থেকে আটক ১৭
চট্টগ্রাম বিভাগীয় ফুটবলে চ্যাম্পিয়ন ছাগলনাইয়া পাইলট


ইয়েমেনের কাছে হেরে গেলো বাংলাদেশের কিশোররা
বৃক্ষরোপণে জীবনমান উন্নত হবে: এমএ মালেক
ঈশ্বরদীতে ছাত্রলীগ নেতা ইয়াবাসহ গ্রেফতার
সিডনিতে অনুষ্ঠিত হলো মহালয়া
মেলান্দহে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত