php glass

রংপুরে এরশাদের জন্য দোয়া মাহফিল

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুলখানিতে জাপার নেতারা। ছবি: বাংলানিউজ

walton

রংপুর: সদ্যপ্রয়াত সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার রুহের মাগফিরাত কামনার্থে রংপুরে দিনব্যাপী কুলখানি দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) রংপুর জেলা ও মহানগর জাপার আয়োজনে মহানগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে পল্লীবন্ধুর সমাধি অঙ্গনে দিনব্যাপী কুলখানি, বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

কুলখানি, বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ আব্দুর রাজ্জাক, বগুড়া-আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার, সাবেক সংসদ সদস্য সাহানারা বেগম, এরশাদের চাচাতো ভাই সামসুজ্জামান মুকুল, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুন্সি আব্দুল বারী, কেন্দ্রীয় সদস্য হাসানুজ্জামান নাজিম, শফিউল ইসলাম সাফি, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সামসুল আলম, আজমল হোসেন লেবু, দপ্তর সম্পাদক খোরশেদ আলম, মহানগর দলের যুগ্ম সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক কাজী জাহিদ হাসান লুসিড, শ্রমিক নেতা তোফাজ্জল হোসেন তোফা, রংপুর জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি শামীম সিদ্দিকী, নারী নেত্রী দিলারা বেগম দুলালী, জাতীয় পার্টি রংপুর সদর উপজেলার আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান কাজলী বেগম, সদস্য সচিব ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ মো. মাসুদার রহমান মিলন, সদর উপজেলা দলের সাবেক সভাপতি আতাউর রহমান, মমিনপুর ইউপি নেতা আব্দুর রহমান প্রামাণিকসহ দলের রংপুর জেলার সব উপজেলা, ইউনিয়ন, রংপুর মহানগরীর ৩৩টি ওয়ার্ডের সব নেতাকর্মী, এরশাদ ভক্ত এবং সর্বস্তরের মানুষ।

এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গণেশপুর বায়তুনমামুর জামে মসজিদের খতিব মাওলানা মো. হুসেইন আহমেদ।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
এএটি

ক্লিক করুন, আরো পড়ুন: জাতীয় পার্টি
বাংলাদেশে ধর্মীয় সৌহার্দ্য-সম্প্রীতি বিদ্যমান
ট্রেন দুর্ঘটনায় নাশকতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে
ব্যবসায়ীর ২০ লাখ টাকা ফেরত দিয়ে ‘উপহার’ পেলেন রিকশাচালক
ফরিদপুরে আনসার আল ইসলামের ২ সদস্য আটক
ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনায় মামলা, মরদেহ উত্তোলন


রাজশাহীতে দু’দিনে দেড় কোটি টাকার কর আদায়
১০০ ফুটবল মাঠের সমান ময়লার ভাগাড়!
পাঁচ বোলারের চারজনের ‘সেঞ্চুরি’
আড়াইহাজারে যুবকের মরদেহ উদ্ধার
‘বাম নেতৃত্বে বিকল্প শক্তির উত্থান ঘটাতে হবে’