php glass

আগের চেয়ে ভালো আছেন এরশাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এরশাদের শারীরিক অবস্থা নিয়ে বনানীতে দলীয় প্রধানের কার্যালয়ে ব্রিফিংয়ে জাতীয় পার্টির নেতারা

walton

ঢাকা: শারীরিক অবস্থার পরিবর্তন খুব একটা পরিবর্তিত না হলেও আগের চেয়ে ভালো আছেন হুসেইন মুহম্মদ এরশাদ। এমনটাই বলেছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের।

মঙ্গলবার (০২ জুলাই) বনানীতে দলীয় প্রধানের কার্যালয়ে দলের শীর্ষ নেতারা এ কথা বলেন। এসময় জি এম কাদের বলেন, এরশাদের অবস্থা আগের থেকে খারাপ হয়নি। চিকিৎসকের কথায় তিনি সাড়া দিচ্ছেন। সেই হিসেবে অবস্থা আগের চেয়ে ভালো বলা যায়। 

এরশাদের লাইফ সাপোর্টের বিষয়টি নাকচ করে জি এম কাদের বলেন, উনি (এরশাদ) লাইফ সাপোর্টে আছেন, এ কথা ঠিক না। তাকে (এরশাদ) দুই ঘণ্টা পরপর অক্সিজেন দেওয়া হচ্ছে। একবার সাধারণ অক্সিজেন আরেকবার প্রেসার দেওয়া অক্সিজেন। লাইফ সাপোর্ট বলতে মেডিক্যাল ভাষায় যা বলা হয় সেটি দেওয়া হচ্ছে না। 

এরশাদের শারীরিক অবস্থা বিদেশে নেওয়ার মতো নেই বলেও জানান জি এম কাদের। তবে এরশাদের অবস্থা শঙ্কামুক্ত নয় বলেও জানান তিনি। 

এর আগে সকাল সাড়ে ১০টায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন এরশাদকে দেখতে যান জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের এবং মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। 

সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে দলের প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজুর রহমান, রেজাউল ইসলাম ভূঁইয়াসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

গত বুধবার (২৬ জুন) থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন এইচএম এরশাদ।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জুলাই ০২, ২০১৯
এসএইচএস/জেডএস

ক্লিক করুন, আরো পড়ুন: এরশাদ জাতীয় পার্টি
আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
সোনারগাঁয়ে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে আটক ২
জনপ্রশাসন পদক পেলো কক্সবাজার জেলা প্রশাসন
‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৯’র শুটিং বন্ধ


পেকুয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
বুধবার থেকে নদীপথে অনির্দিষ্টকালের কর্মবিরতি
মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শ্রীলঙ্কা সফরের জন্য দলে ফিরলেন শফিউল 
কুড়িগ্রামে ফের বাড়ছে ধরলার পানি