php glass

জনসভার প্রস্তুতি নিচ্ছে ঐক্যফ্রন্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঐক্যফ্রন্টের নেতাদের ছবি

walton

ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির সভায় আগামী ৬ নভেম্বর (মঙ্গলবার) সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

রোববার (০৪ নভেম্বর) বিকেলে আরামবাগে গণফোরামের  কার্যালয়ে ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির সভা হয়।

সভা শেষে কমিটির সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বাংলানিউজকে বলেন, বৈঠকে ৬ তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা নিয়ে আলোচনা হয়েছে। জনসভার মঞ্চ কিভাবে হবে, মঞ্চে কারা থাকবেন, কারা বক্তৃতা দেবেন এসব বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের মৃত্যুতে সভায় শোক প্রস্তাব গৃহিত হয়েছে। অপরদিকে রংপুরের আদালতের সামনে ব্যারিস্টার মইনুল হোসেনকে লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা জানানো হয়েছে।

বুলু বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা ছাড়াও রাজশাহীর জনসভার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। রাজশাহীতে কারা কিভাবে যাবেন এসব বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।

জনসভার অনুমতি পাওয়া গেছে কি-না জানতে চাইলে তিনি বলেন, আশা করি সোমবার (০৫ নভেম্বর) অনুমতি পাওয়া যাবে।

গণফোরামের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক বাংলানিউজকে বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক রোববার বিকাল পৌনে ৫টায় শুরু হয়ে সাড়ে ৬টা পর্যন্ত চলে।

এতে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহাজাহান, বরকত উল্লাহ বুলু, হাবিবুর রহমান হাবিব, জাতীয় ঐক্য প্রক্রিয়ার আ ও ম শফিক উল্লাহ, জগলুল হায়দার আফ্রিক, মোস্তাক আহমেদ, নাগরিক ঐক্যের মমিনুল ইসলাম, জেএসডির আব্দুল মালেক রতন, শহিদুদ্দিন মাহমুদ স্বপন, বিকল্পধারার (একাংশের) সভাপতি অধ্যাপক ড. নুরুল আমিন ব্যাপারী ও মহাসচিব শাহ্ আহমেদ বাদল।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এমএইচ/জেডএস

ক্লিক করুন, আরো পড়ুন: জাতীয় ঐক্যফ্রন্ট
ক্ষেতলালে ৩ জনের কারাদণ্ড
ভোলায় ১০ জেলে নিহত: যেভাবে ডুবলো ট্রলারটি
গাংনীতে কুখ্যাত সন্ত্রাসী আব্দুর রহমান গ্রেফতার
অচল হয়ে পড়েছে কুবির ওয়েবসাইট, ভোগান্তিতে ভর্তিচ্ছুরা
এবার সেরা করদাতা তাহসান-শাকিব, মাশরাফি-মমতাজ


রবীন্দ্রনাথ ঠাকুরের রাশিয়া সফরের ৮৯ তম বার্ষিকী উদযাপন
শিক্ষার্থীদের দিয়ে ইট তোলানো সেই প্রধানশিক্ষক বরখাস্ত
মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্তে আইসিসির অনুমোদন
উল্লাপাড়ায় ৮ বগি লাইনচ্যুত: চিহ্নিত হয়নি রেল দুর্ঘটনার কারণ
‘স্তালিন’ দেখে মুগ্ধ দর্শক