php glass

টাকা না নিয়ে উল্টো চুমু ‘উপহার’ ডাকাতের!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বৃদ্ধার কপালে চুমু দেয় এক ডাকাত। ছবি: সংগৃহীত

walton

বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাত পড়লে টাকা-পয়সা লুটে নেবে, মারধর করবে, খুন-খারাবিও হতে পারে। প্রায় সব ডাকাতির ঘটনায় এ ধরনের অভিযোগই তো শোনা যায়! কিন্তু, কেউ ডাকাতি করতে এসে টাকা-পয়সা কেড়ে না নিয়ে উল্টো ভরসা দিতে চুমু দিয়েছে- এমন কথা কি শুনেছেন? না শুনলে এবার শুনুন।

গত সপ্তাহে এমন অদ্ভুত ঘটনা ঘটেছে ব্রাজিলের আমারান্তে শহরের একটি ফার্মেসিতে। 
 
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, গত মঙ্গলবার (১৫ অক্টোবর) ওই ফার্মেসিতে ঢুকেছিল দুই সশস্ত্র ডাকাত। 

সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, ফার্মেসির কর্মচারীকে অস্ত্রের মুখে হাঁটু গেঁড়ে বসতে বাধ্য করে হেলমেট পরা ডাকাতরা। একজন দ্রুত ক্যাশ কাউন্টার থেকে টাকা তুলে নেয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন এক বৃদ্ধা ক্রেতা। ভয় পেয়ে তিনি পাশে দাঁড়ানো ডাকাতের হাতে নিজের টাকা তুলে দিতে চান। কিন্তু, আশ্চর্যজনকভাবে তাতে নিষেধ করে ওই ডাকাত। বরং, বৃদ্ধাকে আশ্বস্ত করতে হেলমেট তুলে কপালে চুমু এঁকে দেয় সে। 

ফার্মেসির মালিক স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, তারা ডাকাতির ঘোষণা দিয়ে আমার কর্মচারীকে সব টাকা-পয়সা তুলে দিতে বলে। পাশে থাকা ওই নারীও তার টাকা দিয়ে দিতে চাইলে তাতে বাধা দেয় এক ডাকাত। সে বৃদ্ধার কপালে চুমু দিয়ে বলে, আপনি শান্ত হন। আমি আপনার টাকা চাই না।

ডাকাতির পরপরই ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়। কিন্তু, ডাকাতদের শনাক্ত করার ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি হয়নি। তারা ২৪০ ডলার ও কিছু মালামাল লুট করে পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ০৭৪২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
একে

বাড়তি জনপ্রিয়তায় ৯ দলের আইপিএল!
পরিবহন ধর্মঘটে পঞ্চমদিনের মতো অচল যশোর
হাসপাতালে কামাল হাসান, শুক্রবার অস্ত্রোপচার
বিয়ের ৮ দিন আগে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিএনএস কর্ণফুলী ঘুরে দেখলেন সাধারণ মানুষ


লঙ্গন নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার
খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ট্রেজারারের যোগদান
আশাশুনিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী-শাশুড়ি আটক
মোদী-সৌরভের আমন্ত্রণে শুক্রবার কলকাতা যাচ্ছেন শেখ হাসিনা
সোনারগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু