php glass

চকবোর্ডে এঁকে এমএসওয়ার্ড শেখাচ্ছেন শিক্ষক

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চকবোর্ডে এঁকে এমএসওয়ার্ড শেখাচ্ছেন শিক্ষক

walton

ঢাকা: প্রযুক্তি সুবিধা না থাকলেও শিক্ষার্থীদের অভিনব উপায়ে কম্পিউটার শেখাচ্ছেন ঘানার এক স্কুল শিক্ষক। শিক্ষার্থীদের মাইক্রোসফট ওয়ার্ড (এমএসওয়ার্ড) শেখানোর জন্য চকবোর্ডে এর সম্পূর্ণ ইন্টারফেস আঁকতে দেখা যায় তাকে।

ওই শিক্ষকের নাম অউরা কোয়াডু। ঘানার প্রত্যন্ত গ্রামাঞ্চলের একটি স্কুলে চাকরি করেন তিনি। সম্প্রতি শিক্ষার্থীদের কম্পিউটার শেখানোর সময় তোলা তার কয়েকটি ছবি প্রকাশিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিগুলো দেখে অনেকেই এ শিক্ষকের আত্মোৎসর্গের প্রশংসা করেন। কারণ চকবোর্ডে এমএসওয়ার্ডের সবগুলো ফাংশন আঁকা সহজ কাজ না। 

কোয়াডু বলেন, প্রত্যেক শিক্ষকেরই শিক্ষাদানের একটা নিজস্ব পদ্ধতি রয়েছে। আর এটাই আমার নিজস্ব পদ্ধতি। আমি চাই, যা পড়ানো হচ্ছে তা শিক্ষার্থীরা যেন ঠিকমতো বুঝতে পারে। আমি চেষ্টা করি, কম্পিউটারের সামনে বসলে যে চিত্রটা তাদের দেখতে পাওয়ার কথা, তা সম্পর্কে ভালোভাবে ধারণা দেওয়ার। 

কোয়াডুর এমন অভিনব শিক্ষাদান পদ্ধতি ঝড় তোলে ঘানার নাগরিকদের মধ্যে। অনেকে বলেন, এই ২০১৮ সালেও কেন একটা স্কুলে কোনো কম্পিউটার নেই!

চকবোর্ডে এঁকে এমএসওয়ার্ড শেখাচ্ছেন শিক্ষক

তবে সবাই প্রশংসা করেন কোয়াডুর অভিনব পদ্ধতিকে। বিভিন্ন দাতব্য সংস্থা ও ব্যক্তিগত উদ্যোগে একাধিক ল্যাপটপ ও প্রজেক্টর পৌঁছে যায় কোয়াডুর স্কুলে।

কোয়াডু বলেন, ঘানার অনেক স্কুলেই শিক্ষার্থীদের জন্য কোনো কম্পিউটার সুবিধা নেই। শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে সাহায্য হিসেবে পাওয়া অতিরিক্ত ল্যাপটপ ও প্রজেক্টরগুলো আমি এসব স্কুলে পৌঁছে দিতে চাই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কোয়াডুর উদ্যোগের ভূয়সী প্রশংসা করে অনেকে বলেন, যেসব অনুন্নত দেশের স্কুলে কম্পিউটার নেই, সেসব স্থানে এ পদ্ধতিতে শিক্ষার্থীদের কম্পিটার ও তথ্যপ্রযুক্তির শিক্ষা দেওয়া সম্ভব।

বাংলাদেশ সময়: ০৩২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
এনএইচটি/এএ

‘ভারতের প্রধান বিচারপতিকে মোদীর চিঠি লেখার খবর মিথ্যা’
মিরপুরে বাসের ধাক্কায় নারীর মৃত্যু
দেশের সব নাগরিককে স্বাস্থ্য বীমার আওতায় আনা হবে
ফিলিস্তিনিদের আকুতি কী কানে যাচ্ছে মেসি-সুয়ারেসদের?
পশ্চিমাঞ্চল রেলের টেন্ডার নিয়ে সংঘর্ষে আহত রাসেলের মৃত্যু 


যাত্রাবাড়ীতে বাস কাড়লো শিশুর প্রাণ
ট্রেন দুর্ঘটনার দশ কারণ খতিয়ে দেখছে তদন্ত কমিটি
প্রাণিসম্পদ অধিদপ্তরের ফিড মিল লাইসেন্স অনলাইনে
লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার উন্নতি
ভুয়া প্রকল্প দেখিয়ে চাল আত্মসাৎ, ৬ সরকারি কর্মকর্তা আটক