php glass

৩ মাসে ৩ লটারি জিতে কোটিপতি

মাজেদুল হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লটারি জিতে কোটিপতি।

walton

ঢাকা: এটা অবিশ্বাস্য! তিন মাসে কোটিপতি! তাও কোনো কাজ করে নয়, শুধু লটারি পেয়ে। একবার নয়, টানা তিন মাসে তিনটি লটারি জিতেছেন। এটা মানতেই হবে যে, ভাগ্য দেবী লস এন্জেলসের এই ভদ্রলোকের পাশে আছেন।

৪৯ বছর বয়সী এই ভাগ্যবান লস এন্জেলসের বেল এয়ারের বিক্রয় কর্মকর্তা হিসেবে কর্মরত। এক সপ্তাহ না যেতেই তিনি আবারো ৫০ হাজার ডলারের লটারি পেয়েছেন।

হারফোর্ড কাউন্টির তিন সন্তানের জনক ২০ লাখ ডলারের ম্যারিল্যান্ড লটারি থেকে ৫০ হাজার ডলার করে আয় করেছেন দু'বার।

গত নভেম্বরে একবার এবং আবার এ জানুয়ারিতে। আরেকটি খেলাতেও তিনি আয় করেছেন ১০ হাজার ডলার।

সবমিলিয়ে শেষ তিন মাসে ১ লাখ ১০ হাজার ডলার, প্রায় কোটি টাকা ( ৯২ লাখ টাকা) লটারি থেকে আয় করেছেন তিনি।

ম্যারিল্যান্ড হেডকোয়ার্টারে দ্বিতীয়বার লটারির পুরস্কার নিতে এসে তিনি নিজেও অবাক হয়ে গিয়েছিলেন নিজের ভাগ্য দেখে।

ম্যরিল্যান্ড লটারি এই ভাগ্যবান বিজয়ীকে জিজ্ঞাসা করে, আরও একবার  লটারি জয়ের সম্ভাবনা আর গোপন রহস্য কি!

উত্তরে ভাগ্যবান বলেন, তিনি যখন নিজের কাছে নিজেকে ভাগ্যবান মনে করতেন তখনই টিকিট কিনতেন। আর লটারি জয়ের এই টাকা দিয়ে তিনি নিজের বাড়িটিকে সংস্কার করবেন এবং ভবিষ্যতের জন্যে জমা রাখবেন বলে জানিয়েছেন ম্যারিল্যান্ড লটারি কর্তৃপক্ষকে। তবে এই ভাগ্যবানের নাম প্রকাশ করেননি লটারি কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
এমএন/এএটি

‘দরিদ্র্য মানুষটিই হয়ে উঠেছিলেন এশিয়ার অন্যতম দানবীর’
শফিকুলের গানে শুরু ফোকফেস্টের দ্বিতীয় দিনের পরিবেশনা
বাংলাদেশে ধর্মীয় সৌহার্দ্য-সম্প্রীতি বিদ্যমান
ট্রেন দুর্ঘটনায় নাশকতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে
ব্যবসায়ীর ২০ লাখ টাকা ফেরত দিয়ে ‘উপহার’ পেলেন রিকশাচালক


ফরিদপুরে আনসার আল ইসলামের ২ সদস্য আটক
ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনায় মামলা, মরদেহ উত্তোলন
রাজশাহীতে দু’দিনে দেড় কোটি টাকার কর আদায়
১০০ ফুটবল মাঠের সমান ময়লার ভাগাড়!
পাঁচ বোলারের চারজনের ‘সেঞ্চুরি’