php glass

ঘটা করে শিম্পাঞ্জির জন্ম দিন

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জন্মদিনের কেক ও চকোলেটের সামনে রিতা।

walton

ঢাকা: ঘটা করে এক শিম্পাঞ্জির জন্মদিন পালন করা হলো ভারতের রাজধানী নয়াদিল্লির চিড়িয়াখানায়। রিতা নামে ওই শিম্পাঞ্জি ওই চিড়িয়াখানার সবচেয়ে পুরনো বাসিন্দা।

তার জন্মদিনের অনুষ্ঠানে ছিলো বিশাল কেক, শুকনো ফল ও মধু। এ দিন তার ঘেরের মুখে একটি টেলিভিশন সেটও বসানো হয়। জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় স্কুলের শিক্ষার্থীদের।

দিল্লি চিড়িয়াখানার পরিচালক রেনু সিং জানিয়েছেন, বয়স্ক এই শিম্পাঞ্জি ভিডিও দেখতে খুবই পছন্দ করে। তাই তার জন্য বন্যপ্রাণী বিষয়ক বিভিন্ন সিনেমা চালানো হবে টিভি সেটটিতে।  

এর আগে গত জুলাইতে ১০ বছর বয়সী এক সাদা বাঘের জন্মদিন পালন করে সাড়া ফেলে দিয়েছিলো দিল্লি চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

শিম্পাঞ্জির জীবনচক্র ৪০ বছরের হলেও জীবনের অধিকাংশ সময় দিল্লি চিড়িয়াখানায় কাটানো রিতা ৫৮ বছরে পা দিয়েছে গত ১৫ ডিসেম্বর। কিন্তু ওই দিন শুক্রবার চিড়িয়াখানায় সাপ্তাহিক ছুটি থাকায় এক দিন আগে বৃহস্পতিবার তার জন্মদিন পালন করা হয়।

১৯৬৪ সালে মাত্র ৪ বছর বয়সে শিম্পাঞ্জিটিকে নেদারল্যান্ড থেকে দিল্লি চিড়িয়াখানায় আনা হয়।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
জেডএম/

সেই ইউএনও মিজানূরকে নাগরিক সমাজের আল্টিমেটাম
বাগেরহাটে ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাংচুর
স্থানীয় সরকার পর্যায়ের কাজে সম্পৃক্ত হতে চান প্রতিবন্ধীরা
নিউ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের প্রতিবাদে বিক্ষোভ
ফ্রান্স প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান


খুলনায় আ’লীগের তৃণমূল নেতাকর্মীদের প্রযুক্তির প্রশিক্ষণ
সিলেটে লবণ বিক্রেতাকে জরিমানা
লবণের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা, হবিগঞ্জে আটক ৪
‘খালেদা জিয়াকে চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করছে সরকার’
আবাসন খাতে সর্বোচ্চ করদাতা র‌্যাংগস প্রপার্টিজ লিমিটেড