php glass

গাড়ির ভেতর হোটেল!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাড়ির ভেতর হোটেল।

walton

ঢাকা: ইঞ্জিন বসে যাওয়ার পর নিজের গাড়িটাকেই হোটেল বানিয়ে নিয়েছেন জর্দানের এক বেদুঈন। মোহাম্মদ আল মালহিম নামে ওই বেদুঈন এখন রাস্তার পাশে তার গাড়ি হোটেল নিয়ে বসে থাকেন খদ্দেরের আশায়। আয়-রোজগারও নেহায়েত মন্দ না। পর্যটকরা কৌতুহলী হয়েই আসেন তার গাড়ি হোটেলে।

মালহিমের দাবি, তার এই গাড়ির আবাস পৃথিবীর সবচেয়ে ছোট হোটেল। তবে যে কেউ তার এই কিম্ভূত হোটেলে থেকে পাঁচ তারকা হোটেলের ছোঁয়া পাবেন।

৬৪ বছর বয়সী মালহিম তার এলাকায় আবু আলী নামে সমধিক পরিচিত। জর্ডানের মরুভূমিতে আল জাভা নামে যে গ্রামে তার বাড়ি তার কাছে রয়েছে ১২ শতকের এক প্রাচীন দুর্গ। তাই ওই এলাকায় পর্যটক সমাগমও বেশী।

আবু আলীর গাড়ি হোটেলে রঙিন বিছানার চাদর আর বালিশে রয়েছে স্থানীয় ঐহিত্যের এমব্রয়ডারির কাজ। তার মেয়ের হাতে তৈরি আসবাবও আছে।

পাশেই এক গুহায় হোটেল লবি তৈরি ইচ্ছা আছে তার। সেই লবিতে তিনি চা-কফি ও জর্দানের ঐতিহ্যবাহী স্ন্যাকসের ব্যবস্থা রাখবেন।

তার হোটেলে এক সঙ্গে কেবল দু’জন অতিথি ঘুমাতে পারেন। এক রাতের জন্য ভাড়া প্রায় ৬ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
জেডএম/

ডিএসইর সূচক বাড়লেও কমেছে সিএসইতে
মাঠে সতীর্থকে মেরে বড় শাস্তির অপেক্ষায় শাহাদাত
দীপন হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১ ডিসেম্বর
নতুন বিয়ে, জরুরি ঘর আর অফিস ব্যালেন্স 
বন্দুকযুদ্ধে ‘আইজ্জা ডাকাত’ নিহত


‘রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাবে, কিন্তু রাতারাতি সম্ভব নয়’
২ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কিনলেন সিসিক মেয়র
শিক্ষার্থীদের চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী করতে হবে   
দ্রব্যের মূল্যবৃদ্ধিতে বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ
সরকারের প্রতি দেশের মানুষের সমর্থন নেই: মিনু