php glass

কুকুর-মোরগ লড়াই!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুকুর-মোরগ লড়াই!

walton

ঢাকা: লড়াইয়ে মোরগ যেন সবসময়ই একটু বেশি পারদর্শী। গ্রাম বাংলার মোরগ লড়াই যারা দেখেছেন তারা অবশ্যই একথা স্বীকার করবেন যে, মোরগের মতো আক্রমণাত্মক প্রাণী খুব কমই আছে। কিন্তু লড়াইয়ে মোরগের পক্ষে কুকুরকে নাকাল করার ঘটনা বিরল।

এমনই একটি ঘটনার ভিডিও সম্প্রতি অনলাইনে বেশ সাড়া জাগিয়েছে। কুকুর এবং মোরগের এ লড়াইটি হয় ব্রাজিলের এক গ্রামে। 

রাস্তা দিয়ে ঘুরে বেড়ানো একটা কুকুর বুক ফুলিয়ে লড়াইয়ে আহ্বান করে এক গৃহপালিত মোরগকে। মোরগটিও ছেড়ে কথা বলার পাত্র নয়। গলা উঁচু করে তেড়ে আসে কুকুরটির দিকে। শুরু হয় মরণপণ লড়াই।

ভিডিওর শুরুতে মনে হচ্ছিলো মোরগটির যেন আজ আর রক্ষা নেই। কারণ, শক্তি ও সামর্থ্যের দিক থেকে স্বাভাবিকভাবেই মোরগের চেয়ে কুকুর এগিয়ে। কিন্তু লড়াইতে শক্তিই যে আসল কথা নয়, এ ভুল বুঝতে পারে কুকুরটি। লড়াই থামিয়ে পরাজয় মেনে নেয় সে।

কুকুর নিজের পরাজয় মেনে নিলেও, মোরগের মেজাজ যেন তখনও ঠাণ্ডা হয়নি। আক্রমণের জন্য তেড়ে আসে সে। শেষ পর্যন্ত কুকুরটি প্রাণ হাতে করে পালিয়ে বেঁচে যায় এ যাত্রা।

মজার এ ভিডিওটি যেকাউকে হাসাতে বাধ্য করবে।


বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
এনএইচটি/এএ

সুবিধাজনক অবস্থানে রাজশাহী-খুলনা 
পাথরঘাটায় বিস্ফোরণে আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক
সিডনিতে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ট্রেড কনফারেন্স
কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু
সিলেটে মার্কেট-মোবাইল টাওয়ারে অগ্নিকাণ্ড


হাবিবে মিল্লাতের সঙ্গে আইএফআরসির যুব চেয়ারম্যানের সাক্ষাৎ
দারুণ দিনে কোনালের কণ্ঠে রুনার গান
পেঁয়াজে নিম্নবিত্তের ভরসা টিসিবির ট্রাক সেলে 
খুলনায় চতুর্থ দিনে ৪ কোটি ২৯ লাখ টাকার কর আদায়
হৃদয়ের রেকর্ড সেঞ্চুরিতে সিরিজ জিতল যুবারা