php glass

কুমিরের হাঁ করা মুখে ম‍াথা ঢ‍ুকিয়েই বিপাকে

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিরের মুখে জুকিপারের মাথা। ছবি: এনডিটিভি

walton

ঢাকা: কুমিরের হাঁ করা চোয়ালের মাঝখানে মাথা ঢুকিয়ে শিক্ষা একটা ভালোই পেলো থাইল্যান্ডের এক দু:সাহসী জুকিপার। বেরসিক কুমির সজোরে চোয়াল নামিয়ে তার মাথাটাই শরীর থেকে আলাদা করে দিয়েছিলো প্রায়। কিন্তু দীর্ঘ দিনের চেনা মনিবকে বোধ হয় দয়ার বশেই ছেড়ে দিয়েছে কুমিরটা। তারপর দ্রুতই লুকিয়ে পড়েছে পাশের চৌবাচ্চায়।

ঘটনাটা থাইল্যান্ডের কোহ সামুই এলাকার এক কুমির খামারে। নিত্য দিনের মতোই উৎসুক দর্শকদের সামনে চলছিলো ক্রোকোডাইল শো। শো শুরুর আগে আগে কুমিরের আক্রমণে শারীরিক ক্ষতির চিহ্ন দেখাচ্ছিলেন জুকিপার। কুমিরের কামড়ে নেই হয়ে যাওয়া একটা আঙুলও দেখিয়ে দেন তিনি।

এরপরই শুরু হয় কাঠি দিয়ে কুমিরের মুখ হাঁ করার কসরত। হাঁ করা মুখে মাথা ঢোকানোর পরও অবশ্য কয়েক সেকেন্ড স্থিরই ছিলো কুমিরটা। কিন্তু হঠাৎ করেই হা করা চোয়াল বন্ধ করে ফেলে কুমিরটা। ফলে পুরো মাথাটাই আহত হয় কুমিরের শক্ত চোয়াল আর ধারালো দাঁতে।  কিন্তু পরক্ষণেই জুকিপারের মাথা ছেড়ে দিয়ে পাশের চৌবাচ্চায় পানির নিচে ডুব দেয় কুমিরটা।

আতঙ্কিত দর্র্শকদের বিস্ফোরিত চোখের সামনে চিৎকার দিয়ে  জুকিপার তখন মাথায় হাত দিয়ে কংক্রিটের মেঝেতে গড়াগড়ি খাচ্ছে।  

তবে শেষ পর্যন্ত সেই দু:সাহসী জুকিপারের কি হয়েছে সে খবর জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
জেডএম/

কসবায় দুইটি ট্রেনের সংঘর্ষে নিহত ১০
আসামি ধরতে গিয়ে হামলায় ৩ পুলিশ জখম
আড়িয়াল বিলে বিমানবন্দরের সম্ভাবনা বহু দূরে চলে গেছে 
রাস্তায় আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না
বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ এখন ভালো: গণপূর্তমন্ত্রী


মুক্তি পেল দণ্ডিত ১২১ শিশু
বড় ভাইকে গলা কেটে হত্যা, সৎভাই আটক
উন্মোচিত হলো নুমাইর আতিফ চৌধুরীর ‘বাবু বাংলাদেশ’
চুরির দায়ে বেনাপোল কাস্টমস হাউজের ৫ সদস্য বরখাস্ত 
বিএনপি জাতীয়তাবাদী শক্তির প্লাটফর্ম: গয়েশ্বর