php glass

এক সন্তানের পর ‘একটি কুকুর নীতি’ চীনে!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এক সন্তানের পর ‘একটি কুকুর নীতি’ চীনে!

walton

এক সন্তানের নীতির অবসানের প্রায় দুই বছর পর চীনে এখন জোরদার হচ্ছে ‘একটি কুকুর নীতি’। তৃতীয় শহর হিসেবে পূর্ব চীনের কিংদোও কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার (০৮ জুন) থেকে এ নীতি প্রয়োগ করছে।

শহরটিতে এজন্য একটি নীতিমালা তৈরি করা হয়েছে, যার অধীনে একাধিক কুকুর রাখা ব্যক্তিদের প্রায় ৩০০ ডলার জরিমানার শাস্তি দেওয়া হবে। যাদের ইতোমধ্যেই একাধিক পোষা প্রাণি রয়েছে, তাদের  জন্যও এ নীতি প্রযোজ্য হবে, যদি তারা সবগুলোকে রাখতে চান।

কুকুরের মালিকদের একটি কুকুরের জন্য ৬০ ডলার করে ফি দিয়ে নিবন্ধন করতে হবে। কুকুরসহ মালিকদের সব তথ্য দিয়ে একটি ইলেকট্রনিক আইডি দেওয়া হবে। এছাড়াও কুকুরকে সব সময় শিকল পরিয়ে রাখতে হবে।
এক সন্তানের পর ‘একটি কুকুর নীতি’ চীনে!এছাড়াও শহরের বাসিন্দাদের জন্য ৪০ প্রজাতির ‘হিংস্র’ কুকুর পোষা নিষিদ্ধ করে তালিকা প্রকাশিত হয়েছে। জার্মানির শেফার্ড থেকে শুরু করে তিব্বতি কিংস্‌ডা পর্যন্ত এ বিধি-নিষেধের তালিকায় রয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, কুকুরদের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে এবং অনেক মালিকের হাতে নিয়ন্ত্রিত হচ্ছে। যার ফলে কিছু কুকুর হতাশাজনক বাসিন্দাদের মুখোমুখি হয় এবং পরিণতিতে অনেক মানুষ কুকুরের আক্রমণে জখমও হচ্ছেন।

২০১৫ সালের জরিপ অনুসারে, চীনে প্রায় ১০০ মিলিয়ন গৃহপালিত প্রাণি রয়েছে, যার মধ্যে ৬২ শতাংশই কুকুর।

এর আগে বেইজিং ও সাংহাই শহরে ‘একটি কুকুর নীতি’ কার্যকর হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪০৫ ঘণ্টা, জুন ১২, ২০১৭
এএসআর

এখন পর্যন্ত শতভাগ বিদ্যুতায়িত উপজেলা ৩৬১টি
ইন্দোনেশিয়ায় পুলিশ সদরদপ্তরে বোমা হামলা, নিহত ১
আ’লীগ থেকে বিএনপিতে আসার অবস্থা তৈরি হয়েছে: ফখরুল
ভারত-বাংলাদেশ কলকাতা টেস্টের সময় এগিয়ে আনা হলো
বশেমুরবিপ্রবির সাবেক ভিসির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু


বেপরোয়া রাজনীতি রাজনৈতিক দুর্ঘটনা ঘটাতে পারে: কাদের
শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রস্তুত ভারতের ক্রিকেট
দেশে ১ কোটি মানুষ কর দিতে সক্ষম: তথ্যমন্ত্রী
রিজেন্ট টেক্সটাইলের ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন