php glass

কুকুরের কোলে বড় হচ্ছে বাঘের ছানারা!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: ফাইল ফটো

walton

জার্মানির একটি চিড়িয়াখানায় কুকুরের কোলে বড় হচ্ছে দুই বাঘশাবক। সেখানকার স্টাকেনব্রোক সাফারি পার্কে ছানা দু’টিকে ফেলে মা বাঘ পালিয়েছে।

জার্মানির একটি চিড়িয়াখানায় কুকুরের কোলে বড় হচ্ছে দুই বাঘশাবক। সেখানকার স্টাকেনব্রোক সাফারি পার্কে ছানা দু’টিকে ফেলে মা বাঘ পালিয়েছে।

জমজ ছানা দু’টির বয়স এখন এক মাস। নাম পিচ ও পার্ল।

সেখানকার রক্ষক জিনেট উরমস বলছিলেন, প্রসবের সময় বাঘিনীর কষ্ট হচ্ছিলো। ঘণ্টাখানেকের চেষ্টায় বাচ্চা দু’টিকে জন্ম দিয়েই ভেগেছে, আর আসেনি।

তখন থেকে রক্ষকের লিভিং রুমে ওই দু’টি শাবকের স্থান হয়েছে। তার ঘরও এ পার্কের ভেতরে। সেখানে শাবক দু’টির দেখভাল করছে তার পোষা কুকুর লিয়ন।

উরমসের ভাষায়, ‘ঘরে পাওয়া মাত্রই কুকরটি যেনো ওদের মা বনে গেলো। সেই ওই দু’টিকে শেখাচ্ছে, মজা করছে, আনন্দ দিচ্ছে’।

এর আগেও উরমস ও তার কুকুর মিলে বাঘ ও সিংহের ছানা বড় করেছে। তাই তারা ভালো করেই জানে, কি করতে হবে।

তবে এই ভালোবাসা যে বেশিদিনের নয়, তা কুকুর আর উরমস- দু’জনেরই জানা। একটু বড় হলেই ওরা শিকারি হয়ে উঠবে, হিংস্র হবে, আর শক্তিও বাড়বে। তখন আর কাছে রাখা যাবে না।

তবে জীবনের জন্য ঝুঁকি না হয়ে ওঠা পর্যন্ত তিনি আর তার কুকুর পিচ ও পার্লের সেবা করে যাবে- এটাই ইচ্ছা উরমসের।

বাংলাদেশ সময়: ০৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
এমএমকে/এএসআর

ভেসলিন হিলিং প্রজেক্ট উদ্বোধন করলেন বিপাশা হায়াত
ভারত পেঁয়াজ না দেওয়ায় দাম কমছে না
রাজশাহীতে এবার রেকর্ড কর আদায়ের প্রত্যাশা
১৫ নভেম্বর থেকে নাটোর চিনিকলে আখ মাড়াই শুরু
নাসের আল-খেলাইফি: জেলে থেকে ফরাসি ফুটবলের ‘সম্রাট’


এজেন্টদের টাকা দিয়ে মালয়েশিয়া গেলে পুনঃনিয়োগের অনুরোধ
সৌদিতে নারীশ্রমিক না পাঠানোর পক্ষে নারী সংগঠকরা 
সুন্দরবনে অনুপ্রবেশের দায়ে ইউপি সদস্যসহ আটক ১৯
বাড্ডায় গুলিতে আহত আরও এক ডাকাতের মৃত্যু
ড্রয়ে শেষ হলো রাজশাহী-খুলনা ম্যাচ