php glass

অমূল্য ধন তিমির বমি!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

বমির কথা শুনলে গা ঘিনঘিন করাই স্বাভাবিক। তবে বমিও কিন্তু মূল্যবান, যদি তা হয় তিমির বমি। হ্যাঁ, সত্যি বলছি। না হলে কি আর তিন ওমানি জেলে মাছের বদলে তিমির বমি পেয়ে উল্লসিত!

ঢাকা: বমির কথা শুনলে গা ঘিনঘিন করাই স্বাভাবিক। তবে বমিও কিন্তু মূল্যবান, যদি তা হয় তিমির বমি। হ্যাঁ, সত্যি বলছি। না হলে কি আর তিন ওমানি জেলে মাছের বদলে তিমির বমি পেয়ে উল্লসিত!

এই তিন জেলে সমুদ্রে ভাসমান অবস্থায় তিমির বমি দেখতে পান। মাছ শিকারের কাজ শিকেয় তুলে এখন তারা সেই বমি সংগ্রহের কাজে ব্যস্ত হয়ে পড়েন। তারা এরই মধ্যে ৮০ কেজি পরিমাণ বমি সংগ্রহ করেছেন। যার বাজারমূল্য ২৫ লাখ ডলার!
 
‘‘Omani fishermen find 'whale vomit' worth USD 2.5 million’’ এই শিরোনামে The Indian Express  জানিয়েছে এই খবর। ‘Fishermen joyous over getting `whale vomit'. Find why?’ –এই প্রশ্নও রাখা হয় প্রতিবেদনে। প্রশ্নটা আপনার মনেও জাগতে পারে।

উত্তরটা সহজ। এটি অত্যন্ত দামি সুগন্ধী তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। বিশ্বের সুগন্ধী প্রস্তুতকারক কোম্পানিগুলোর কাছে তিমির বমির রয়েছে ব্যাপক চাহিদা। সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় দেশগুলোর সাগরে এই অমূল্য বমি পাওয়া যায় মাঝে মাঝে।

তিমির বমিকে ইংরেজিতে ‘অ্যাম্বারগ্রিস’ (Ambergris) বলে ডাকা হয়। সাধারণত স্পার্ম হোয়েলের থেকে এটি পাওয়া যায়।
    
খালিদ আল সিনানি নামের মধ্য তিরিশের এই ওমানি জেলে ও তার দুই সঙ্গী গত ৩০ অক্টোবর কুরায়াত প্রদেশের সমুদ্র উপকূলের কাছে মাছ ধরতে গিয়ে বিপুল পরিমাণ তিমির বমি ভাসতে দেখেন। এই ভাসমান বমি থেকে তখন প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছিলো।

গত ২০ বছর ধরে দিন-এনে-দিন-খেয়ে চলছিলো খালিদ সিনানির দরিদ্র জীবন। এবার  তার ও তার দুই সঙ্গীর কপাল খুলে গেল। দরিদ্র জেলে থেকে তারা এখন রাতারাতি বনে গেছেন কোটিপতি।

কপালে থাকলে কী না হয়!

বাংলাদেশ সময়: ০১০২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এমএ/জেএম/

এখন পর্যন্ত শতভাগ বিদ্যুতায়িত উপজেলা ৩৬১টি
ইন্দোনেশিয়ায় পুলিশ সদরদপ্তরে বোমা হামলা, নিহত ১
আ’লীগ থেকে বিএনপিতে আসার অবস্থা তৈরি হয়েছে: ফখরুল
ভারত-বাংলাদেশ কলকাতা টেস্টের সময় এগিয়ে আনা হলো
বশেমুরবিপ্রবির সাবেক ভিসির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু


বেপরোয়া রাজনীতি রাজনৈতিক দুর্ঘটনা ঘটাতে পারে: কাদের
শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রস্তুত ভারতের ক্রিকেট
দেশে ১ কোটি মানুষ কর দিতে সক্ষম: তথ্যমন্ত্রী
রিজেন্ট টেক্সটাইলের ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন