php glass

বাচ্চার ঘুমের জন্যও কনসালট্যান্ট!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

সন্তান রাতে টানা ঘুমায় না? বার বার জেগে ওঠে বা বিরক্ত করে? বিছানা ভিজিয়ে ফেলে? এতে নিজের ঘুম নষ্ট হয়?

সন্তান রাতে টানা ঘুমায় না? বার বার জেগে ওঠে বা বিরক্ত করে? বিছানা ভিজিয়ে ফেলে? এতে নিজের ঘুম নষ্ট হয়? 

চিন্তা নেই, মাঝরাতে জেগে উঠে কান্না বা বাবা-মাকে বিরক্ত করা ছাড়াই শিশুকে রাতে ঘুমাতে শেখানোর জন্যও রয়েছেন পরামর্শদাতা বা কনসালট্যান্ট! যুক্তরাজ্যে গত পাঁচ বছর এ ধরনের পরামর্শদাতার সংখ্যা বিপুল হারে বেড়েছে, যারা দাবি করছেন, তারা এ কাজ ভালো পারেন। 

শুধু তাই নয়, এ ধরনের পেশাদার কনসালট্যান্টদের নিয়ে রীতিমতো প্রতিষ্ঠান বা সমিতিও গড়ে উঠেছে। পেশাজীবী ঘুম কনসালট্যান্ট অ্যাসোসিয়েশনের ইউরোপীয় আঞ্চলিক পরিচালক জুলি ক্লিসবি বলছেন, আপনি যদি বাবা বা মা হন এবং আপনার শিশুর ভালো ঘুম না হয়, তাহলে আপনিও নির্বিঘ্নে ঘুমাতে পারবেন না। আপনার স্থান তখন শিশুর ঘরের মেঝেতে হতে পারে। আপনার শিশুকে এক ঘুমে রাত পার করা শেখানোর চেষ্টা করছি আমরা।

জুলি ক্লিসবি বলেন, রাত বাজে দুইটা। আপনি  ক্লান্ত-অবসন্ন ও নিজের বিছানায় ঘুমের জন্য কাতর হয়ে আছেন। অথচ কান্নারত সন্তানকে ঘুম পাড়াতে তার দোলনা ঠেলে বা বিছানায় বসে হাত ধরে সান্ত্বনা দিতে হচ্ছে আপনাকে। ক্ষুধায় জেগে ওঠা শিশুকে খাইয়ে, পিঠ চাপড়ে এমনকি গান গেয়েও ঘুম পাড়াতে পারছেন না। এ ধরনের অভিজ্ঞতা যে বাবা-মায়ের রয়েছে, তারা আজকাল ঘুমের পরামর্শক নিয়োগের বিবেচনা করতে পারেন।
 
‘১০ বা ১৫ বছর আগেও এ ধরনের পরামর্শক তেমন একটা ছিলেন না। কিন্তু যুক্তরাজ্যে তাদের সংখ্যা গত পাঁচ বছরে দ্রুত বেড়ে গেছে’।,

বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এএসআর/এসএনএস
 

‘একজন অফিসার চাইলে জেলা-উপজেলার চেহারা বদলে দিতে পারেন’
থার্টিফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে কনসার্ট করা যাবে না
পরবর্তী করণীয় ঠিক করবেন সিনিয়র আইনজীবীরা
সেঞ্চুরির পর তামিমের ৫
খাগড়াছড়িতে ডিজিটাল দিবস র‌্যালি-সভা


এ রায়ে আমরা ‘শকড’: মাহবুব উদ্দিন
খালেদাকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ কামরুলের 
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি
২০২৩ সালের মধ্যে দেড় কোটি যুবকের কর্মসংস্থান হবে
এটা সরকারের নয়, আদালতের বিষয়: কাদের