php glass

৫ পাউন্ডের নোটের দাম ৮০ হাজার পাউন্ড

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

walton

যুক্তরাজ্য জুড়ে নতুন প্রকাশিত ৫ পাউন্ডের একটি নোট নিয়ে ক্রেজ শুরু হয়ে গেছে। প্রত্যেকেই যেনো পেতে চাইছেন তার নিজের একটি পাঁচ পাউন্ড নোট। আর চাহিদা যখন বাড়ছে মুনাফা বাড়ছে।

যুক্তরাজ্য জুড়ে নতুন প্রকাশিত ৫ পাউন্ডের একটি নোট নিয়ে ক্রেজ শুরু হয়ে গেছে। প্রত্যেকেই যেনো পেতে চাইছেন তার নিজের একটি পাঁচ পাউন্ড নোট। আর চাহিদা যখন বাড়ছে মুনাফা বাড়ছে।

তাই বলে এত বেশি? জানা গেছে অনলাইনে পণ্য বিক্রেতা ই-বে’র কাছে একটি পাঁচ পাউন্ডের নোট কেনার জন্য ৮০ হাজার পাউন্ড পর্যন্ত খরচের প্রস্তাব এসেছে।

নোটটির নকশাই এর প্রধান আকর্ষণ। রাণী এলিজাবেথের একটি ছবি এতে স্থান পেয়েছে। নোটটি অপেক্ষাকৃত ছোট। আর এটি পলিমার প্লাস্টিকে তৈরি।

আগ্রহীরা আকর্ষণীয় সিরিয়াল নম্বরের নোট সংগ্রহে উঠে পড়ে লেগেছে।  

এই সপ্তায় একটি নোটের জন্য ৮০ হাজার পাউন্ড দর উঠে গেছে আর সে অংক আরও বাড়ছে।

বাংলাদেশ সময় ০৩৫৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
এমএমকে

টেস্টে আমি যা ভেবেছিলাম এর চেয়ে খারাপ হয়েছে: পাপন
টি-টোয়েন্টি সিরিজ হারাটা মেনে নিতে পারছেন না পাপন
টি-টোয়েন্টি সিরিজ হারাটা মেনে নিতে পারছেন না পাপন
টি-টোয়েন্টি সিরিজ হারাটা মেনে নিতে পারছেন না পাপন
মওলানা ভাসানীর প্রয়াণ
ইতিহাসের এই দিনে

মওলানা ভাসানীর প্রয়াণপাহাড়ের মাটি যাচ্ছে ইটভাটায়
গভীর রাতে উন্নয়ন কাজ তদারকিতে মেয়র নাসির
আমিরাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সৌদিতে নারী কর্মী পাঠানো নিয়ে বিপাকে সরকার
রোববার প্রধানমন্ত্রীকে চিঠি দেবে বিএনপি