গরু, মহিষ, ছাগল ও ভেড়ার জন্য প্রথমবারের মতো বীমা চালুর উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় দেশের প্রচলিত বীমা কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমেই এ বীমা সুবিধা পাবেন গবাদি পশুর মালিকরা।
ঢাকা: গরু, মহিষ, ছাগল ও ভেড়ার জন্য প্রথমবারের মতো বীমা চালুর উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় দেশের প্রচলিত বীমা কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমেই এ বীমা সুবিধা পাবেন গবাদি পশুর মালিকরা।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস রোববার বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘মানুষসহ বিভিন্ন বস্তুর বীমা সুবিধা প্রচলিত আছে। এ সুবিধার বিপরীতে এসব বস্তুর মূল্যের সমপরিমাণ অর্থও অনেক সময় ফেরত পাওয়া যায়।’
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘তাহলে গরু, ছাগলের জন্য কেন বীমা থাকবে না?’
গবাদি পশুর গুরুত্ব ও মূল্য সম্পর্কে তথ্য জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেন, ‘এখন একটি গরুর গড় দাম কম করে হলেও বিশ থেকে ত্রিশ হাজার টাকার মধ্যে থাকে। দুধ উৎপাদনকারী গরুর দাম এক লাখ টাকাও হয়।’
তিনি বলেন, ‘এতো দামী একটি গরু কোনো কারণে মারা গেলে ওই গরুর মালিকের কী অবস্থা হবে তা ভাবতেই কষ্ট হয়।’
মন্ত্রী বলেন, ‘অনেক সময় দেখা যায়, রোগের কারণে একটি গরু মারা গেলে ওই খামারের তো বটেই আশেপাশের অন্য গরুও আক্রান্ত হয়। তখন খামারিরা পথে বসে যায়।’
গবাদি পশুর জন্য বীমা চালুর জন্য ইতোমধ্যেই অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হয়েছে বলে তিনি জানান।
এ বীমা চালুর জন্য বিভিন্ন বীমা কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠান এবং অর্থ মন্ত্রণালয়সহ আগামী এক মাসের মধ্যে একটি বৈঠক হবে বলেও জানান মন্ত্রী।
আব্দুল লতিফ বিশ্বাস আগামী অর্থ বছর থেকেই এ বীমা চালু করা সম্ভব হবে বলে আশা করেন।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ৫ সেপ্টেম্বর ২০১০