php glass

রাণীনগরে সড়ক দুর্ঘটনায় দাদা-নাতনী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রতীকী ছবি

walton

নওগাঁ: নওগাঁর রাণীনগর উপজেলার গুয়াতা এলাকায় ট্রাকচাপায় দাদা ও নাতনী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে সুমাইয়া নামে এক কিশোরী।

শনিবার (৯ নভেম্বর) সকালে আবাদপুকুর-পতিসর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দাদা আব্দুল মান্নান এবং নাতনী রিপা আক্তার। 

রিপা আমিরপুর গ্রামের রিপন সরদারের মেয়ে ও গুয়াতা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এবং আহত সুমাইয়া নিহত মান্নানের মেয়ে। সুমাইয়া ওই একই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। এরা সবাই উপজেলার আমিরপুর গ্রামের বাসিন্দা। 

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল বাংলানিউজকে জানান, মান্নান মোটরসাইকেলে করে তার মেয়ে সুমাইয়া ও নাতনী রিপাকে নিয়ে ওই স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে গুয়াতা এলাকায় বালুবোঝাই একটি ট্রাক সামনে থেকে এসে তাদের মোটরসাইকেলটি চাপা দেয়। এসময় গুরুতর আহতাবস্থায় মোটরসাইকেলে ওই আরোহীকেই উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে চিকিৎসক দাদা মান্নান ও নাতনী রিপাকে মৃত ঘোষণা করেন। তবে মান্নানের মেয়ে সুমাইয়া সুস্থ আছেন।

ঘাতক ট্রাকটিকে জব্দ করলেও চালক পলাতক। তবে তাকে আটকের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন: নওগাঁ
অপেক্ষার অবসান হচ্ছে, আসছে রুনার সুরে-কণ্ঠে ‘ফেরাতে পারিনি’
ছুটির দিনেও উপচে পড়া ভিড় রাজশাহীর আয়কর মেলায়
পাটুরিয়ায় যানবাহনের দীর্ঘ সারি, ভোগান্তিতে ট্রাক চালকরা
পশু-পাখিদের পেটফাটানো হাসির যতো ছবি! 
অলি আহমদের সঙ্গে রাজনীতি আর করবো না: সেলিম


রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতিসংঘে ফের রেজোলুশন পাস
স্থপতি তসলিমউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ
জিরুদের গোলে জিতল বিশ্ব চ্যাম্পিয়নরা
শুরু হচ্ছে ‘বটতলা রঙ্গমেলা ২০১৯’
চসিক নির্বাচনের পর নগর আওয়ামী লীগের সম্মেলন