php glass

ঘূর্ণিঝড়ের তাণ্ডব: আগে-পরে যা করবেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝড়ের ফাইল ফটো

walton

ঢাকা: ঘূর্ণিঝড়ের আগে, তাণ্ডব চলার মধ্যে ও ঝড় থেমে যাওয়ার পর কী করবেন আর কী করা উচিত নয়, তার পরামর্শ দিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদেরা।

বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল মাত্রার ঘূর্ণিঝড় ‘বুলবুল’ উপকূলের ৫শ কিলোমিটারের মধ্যে প্রবেশ করায় মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা যাচ্ছে।
 
এছাড়া চট্টগ্রাম বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে।
 
আর কক্সবাজারে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবাহাওয়া অফিস।
 
ঘূর্ণিঝড়ের আগে:
>যথাসম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন।
>এই সময়ে অনেক গুজব রটে। সে সবে কান দেবেন না।
>জরুরি প্রাথমিক চিকিৎসা সামগ্রী কাছে রাখুন।
>লোকের মুখের কথা না শুনে শুধু সরকারি বার্তায় বিশ্বাস রাখুন।
>ঝড়ে গাছ পড়ে গিয়ে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। তাই নিজের মোবাইল ফোন আগেই সম্পূর্ণ চার্জ দিয়ে রাখুন। বিপদের সময় যে কোনো মুহূর্তে মোবাইলের দরকার হতে পারে।
>পোষ্যদেরও বাড়ির ভিতর নিরাপদ স্থানে রেখে দিন।
 
ঘূর্ণিঝড়ের সময়:
>ঝড় শুরু হলে প্রথমেই বাড়ির ভিতরের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিন। তা না হলে বিদ্যুতের তার ছিঁড়ে দুর্ঘটনা ঘটতে পারে।
>ঘরের দরজা-জানলা ভালো করে বন্ধ রাখুন। ফোটানো বা ক্লোরিন দেওয়া পানি পান করুন।
>ঝড়ের সময় যদি রাস্তায় থাকেন, তা হলে যত দ্রুত সম্ভব কোনো সুরক্ষিত স্থানে আশ্রয় নিন। গাছ বা বিদ্যুতের খুঁটির নিচে দাঁড়াবেন না।
>রেডিও/ট্রানজিস্টারে খবর শুনুন।
 
ঘূর্ণিঝড়ের পর:
>ঝড়ে ক্ষতি হয়েছে এমন কোনো বাড়িতে আশ্রয় নেবেন না।
>ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে হাত দেবেন না।
 
বাংলাদেশ সময়: ০৭৪৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
এমআইএইচ/এএ

পর্দা নামলো ফোকফেস্টের পঞ্চম আসরের
সিলেটে প্রাথমিক-ইবতেদায়ী পরীক্ষায় বসছে ২ লাখ শিক্ষার্থী
সিরিয়াল কিলার কালা মনির এবার পুলিশের খাঁচায়
টেস্টে আমি যা ভেবেছিলাম এর চেয়ে খারাপ হয়েছে: পাপন
টি-টোয়েন্টি সিরিজ হারাটা মেনে নিতে পারছেন না পাপন


মাঠ ছাপিয়ে দর্শক উচ্ছ্বাস চন্দনা মজুমদার আর জুনুনে
টেস্ট দল নিয়ে আলাদাভাবে ভাবছে বিসিবি
মওলানা ভাসানীর প্রয়াণ
ইতিহাসের এই দিনে

মওলানা ভাসানীর প্রয়াণ

পাহাড়ের মাটি যাচ্ছে ইটভাটায়
গভীর রাতে উন্নয়ন কাজ তদারকিতে মেয়র নাসির