php glass

ভান্ডারিয়ায় ধর্ষণ মামলায় স্কুলছাত্র গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: সংগৃহীত

walton

পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়ায় সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় বাঁধন বসু (১৭) নামের দশম শ্রেণীর এক স্কুলছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে বাঁধন বসুকে ভান্ডারিয়া থানা পুলিশ গ্রেফতার করে।

বাঁধন বসু উপজেলার ভিটাবড়িয়া ইউনিয়নের উত্তর ভিটাবাড়িয়া গ্রামের গৌতম বসুর ছেলে। সে স্থানীয় ভিটাবাড়িয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্র।

এর আগে ধর্ষিতা ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলা সূত্রে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর ওই ছাত্রীর মা চিকিৎসার জন্য বরিশাল যান। ওই দিন রাত ১১টার দিকে ওই স্কুল ছাত্রী তাদের ঘরে বসে পড়াশোনা করছিল। এমন সময় অভিযুক্ত বাধন বসু ওই স্কুলছাত্রীর ঘরে ঢুকে জোর করে তাকে ধর্ষণ করে। পরের দিন ওই স্কুল ছাত্রীর মা বাড়িতে ফিরলে ছাত্রীটি ধর্ষণের বিষয়ে মাকে জানায়।

ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাকসুদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গত দেড়মাস আগে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত স্কুলছাত্রকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৬, অক্টোবর ৩১, ২০১৯
এমএমইউ

ক্লিক করুন, আরো পড়ুন: ধর্ষণ গ্রেফতার পিরোজপুর
স্বাধীনতার ৪৮ বছরেও জনগণের প্রত্যাশা বাস্তবায়িত হয়নি
সুবিধাবঞ্চিতদের শীত নিবারণে ‘সুপ্রিম সুরক্ষার আবরণ’
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
এখন কী করবে বিএনপি?
নেত্রকোণাকে হারিয়ে চ্যাম্পিয়ন কিশোরগঞ্জ


‘খালেদা জিয়ার জামিন ঠেকানো নিয়ে ব্যস্ত সরকার’
দশ বছর পর ছোট পর্দায় ফিরছেন পার্নো মিত্র
করণীয় ঠিক করতে বৈঠকে বিএনপি
হল থেকে বহিরাগত আটক, চবি শিক্ষার্থীকে শোকজ
পুড়ে যাওয়া ছোট ভাইকে নিয়ে বেরিয়েছেন বড় ভাই