php glass

ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রতীকী ছবি

walton

ঢাকা: রাজধানীর দারুস সালামের হরিরামপুর এলাকায় ঘুড়ি ওড়ানোর সময় ছাদ থেকে পড়ে মোরসালিন আহমেদ মাহিন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

মাহিনের বড় বোন শান্তা আক্তার জানান, তারা দারুস সালাম হরিরামপুর বাজার এলাকায় নিজের বাড়িতে থাকেন। মাহিন দারুস সালাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। দুই বোন এক ভাইয়ের মধ্যে মাহিন সবার ছোট।

তিনি জানান, সকালে বাড়ির দোতলার ছাদে ঘুড়ি ওড়াতে যায় মাহিন। সেখান থেকে পড়ে সে গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাহিনকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতলের পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য ওই স্কুলছাত্রের মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
এজেডএস/আরআইএস/

বিএবির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
খা‌লেদার অবমাননা মামলার অ‌ভি‌যোগ গঠন শুনা‌নি ৪ ডিসেম্বর
মহেশপুরে অস্ত্রসহ ডাকাত আটক
ডিএসইর সূচক বাড়লেও কমেছে সিএসইতে
মাঠে সতীর্থকে মেরে বড় শাস্তির মুখে শাহাদাত


দীপন হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১ ডিসেম্বর
নতুন বিয়ে, জরুরি ঘর আর অফিস ব্যালেন্স 
বন্দুকযুদ্ধে ‘আইজ্জা ডাকাত’ নিহত
‘রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাবে, কিন্তু রাতারাতি সম্ভব নয়’
২ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কিনলেন সিসিক মেয়র