php glass

শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ম্যাপ।

walton

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রতিমা বির্সজনের প্রস্তুতির সময় পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রতন হালদার (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার কানসাট ইউনিয়নের পুখুরিয়া-বাগতিপাড়া পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তি একই উপজেলার পুকুরিয়া বিলবাড়ি গ্রামের বধন হালদারের ছেলে।

আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দীপক নামে এক প্রত্যক্ষদর্শী বাংলানিউজকে জানান, বাগতিপাড়া পূজামণ্ডপ থেকে তাদের প্রতিমা বের করে বির্সজনে নেওয়ার সময় মণ্ডপের সাজ-সজ্জায় ব্যবহৃত বৈদ্যুতিক তার বৃষ্টিতে ছিড়ে পড়ে যায়। বিষয়টি কেউ-ই খেয়াল করেনি। পরবর্তীতে প্রতিমাটি ট্রলিতে ওঠানোর সময় রতন বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই মারা যায়। 

‘এসময় তাকে বাঁচাতে গিয়ে অজিত হালদার, প্রশাদ, মধুমালাসহ পাঁচজন আহত হয়। আহতদের মধ্যে অজিত ও মধুমালাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে অজিতের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।’

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুল আলম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নিহত রতনের মরদেহ তার বাড়িতে রয়েছে। এছাড়া আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
এসএ/

যমুনার পানিপ্রবাহ উপহার দেবে দূষণমুক্ত বুড়িগঙ্গা
ধানক্ষেতে পোকার আক্রমণ, কৃষকের মাথায় হাত
ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ
বাড়ি বাড়ি বই পৌঁছে দেওয়া সুনীল গাঙ্গুলীর গল্প
রোহিঙ্গা নিপীড়নে এবার সু কি’র বিরুদ্ধে আর্জেন্টিনায় মামলা


ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিল বাংলাদেশ
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা সন্ত্রাসী নিহত
আসছে শীত, বাড়ছে খেজুরগাছের পরিচর্যা
ছোটপর্দায় আজকের খেলা
৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বখাটে আটক