php glass

চাঁদপুরে অটোরিকশা-পিকআপ ভ্যান সংঘর্ষে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিহত শিশু নাজমুল। ছবি: বাংলানিউজ

walton

চাঁদপুর: চাঁদপুর শহরের মিশন রোডে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ওই শিশুর মা নাছিমা বেগমও।

সোমবার (৭ অক্টোবর) ভোরে শহরের মিশন রোডস্থ শাহী জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত নাজমুল বরিশাল জেলার বেতাগী বরগুনা থানার বেতাগী গ্রামের খান বাড়ির মো. আব্দুল কাদেরের ছেলে।

নিহত শিশুর দাদা চাঁন মিয়া বাংলানিউজকে বলেন, সোমবার ভোরে বরিশাল থেকে লঞ্চযোগে চাঁদপুর লঞ্চঘাটে এসে নামেন তারা। লঞ্চঘাট থেকে নোয়াখালী যাওয়ার উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় উঠে।  এসময় মিশন রোডের মাথায় আসলে অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। 

‘এতে ঘটনাস্থলেই নাজমুল গুরুতর আহত হয়। গুরুতর অবস্থায় নাজমুলকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনিছুর রহমান তাকে মৃত বলে ঘোষণা করেন।

চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি আটক করে থানায় নিয়ে গেছে। তবে ঘটনার পরপরই পিকআপ ব্যানের চালক পালিয়ে গেছে। এছাড়া নিহত শিশুর মাকে চিকিৎসা দেওয়া হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
এসএ/

ক্লিক করুন, আরো পড়ুন: চাঁদপুর
বরিশালে দিনে দুপুরে বাসায় চুরি
আগুন নিয়ন্ত্রণের পর চলছে ডাম্পিং
আসছে ‘মিশন এক্সট্রিম’র প্রথম পোস্টার
কুষ্টিয়ায় পৃথক মামলায় একজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন
দেড় লাখ টাকা পর্যন্ত রেমিট্যান্সে কাগজপত্র ছাড়াই প্রণোদনা


সাক্ষী নিয়ে হাইকোর্টে ওসি মোয়াজ্জেমের আবেদন খারিজ
‘মাদকদ্রব্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় দুর্বলতা রয়েছে’
যবিপ্রবির ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার
দেশের ৩৫ ঊর্ধ্ব ১১.৪ শতাংশ মানুষ সিওপিডিতে আক্রান্ত
বগুড়ায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা