php glass

রাস্তা খালি করতে দুই মোটরসাইকেল এসকর্ট রেখেছিলেন শামীম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

র‍্যাবের হাতে আটক শামীম ও তার দুইটি এসকর্ট

walton

ঢাকা: বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও টাকার পাহাড়সহ আটক যুবলীগ নেতা পরিচয়ধারী এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের গুলশান নিকেতনের অফিস থেকে তার এসকর্ট হিসেবে ব্যবহৃত দুটি মোটরসাইকেল দেখতে পায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন( র‍্যাব)। শামীমের গাড়ির জন্য রাস্তা খালি করে দিতে ব্যবহৃত হত মোটরসাইকেল দুইটি। 

র‍্যাব সদরদপ্তর থেকে একটি সূত্র জানান, শামীম বাইরে বের হলেও তার সামনে ও পেছনে এসকর্ট নিয়ে বের হতেন। তার সামনে রাস্তা পরিষ্কার করার জন্য তার বেতনভুক্ত কর্মচারী মোটর সাইকেলটি নিয়ে তার গাড়ির সামনে থাকতেন। তাদের কাজ ছিল রাস্তা খালি করা, যাতে শামীম দ্রুত স্থান ত্যাগ করতে পারেন।

নগদ টাকা ও অন্যান্য মালামালসহ জব্দ করে র‍্যাব। এছাড়া প্রয়োজন হলে মোটরসাইকেল দুইটি জব্দ করাও হতে পারে।

এর আগে শুক্রবার (২০ সেপ্টেম্বর) নিকেতনে গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের কার্যালয়ে অভিযান চালায় র‌্যাব। এসময় সেখান থেকে অস্ত্র, মাদক, মদ, নগদ দুই কোটি টাকা এবং প্রায় দুইশ’ কোটি টাকার এফডিআর চেক পাওয়া যায়। 

বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
এজেডএস/জেআইএম

পাসপোর্ট করাতে এসে গ্রেফতার রোহিঙ্গা রিমান্ডে
২০২০ সালে বেরোবিতে ১ম সমাবর্তন
চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী বৃহস্পতিবার
‘পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ’
রেলক্রসিং-ফ্লাইওভারের কাছ থেকে সরানো হলো শতাধিক দোকান


বরিশালে করমেলায় ৮ কোটি ৯০ লাখ টাকা আদায়
সিলেটের করমেলায় আদায় ৪৫ কোটি ৭৮ লাখ টাকা 
পূবালী ব্যাংকের এটিএমে চুরির ঘটনায় ২ মামলা
ট্রলার-স্পিডবোট সংঘর্ষে আহত মাদারীপুর জেলা জজ
রংপুরে পাঁচ নারীকে জয়িতা সম্মাননা