php glass

শেবা‌চিমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রতীকী ছবি

walton

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টায় পারভিন আক্তার (৩৬) নামে ওই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

তার বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার তেতলা গ্রামে। তার স্বামীর নাম মো. ফাইজুল হক।

শুক্রবার দুপুর দেড়টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে শেবাচিমে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা: মো. বা‌কির হো‌সেন।

এ নিয়ে শেবাচিমে মোট ৯জন ডেঙ্গু রোগীর মৃত্যু ঘটলো।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ২১জন। একই সময়ে হাসপাতাল থেকে বিদায় নিয়েছে ২৩জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৮০জন রোগী।

গত ১৬ জুলাই থেকে এ পর্যন্ত শেবা‌চিমে ভর্তি হয়েছে ২ হাজার ৩৫২জন ডেঙ্গু রোগী। আর চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ২৬৩জন। 

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
এমএস/জেআইএম

ক্লিক করুন, আরো পড়ুন: ডেঙ্গু
দাগনভূঞায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
দুর্গাপুরে কাওসার হত্যায় ছাত্রলীগের প্রতিবাদ
ঈশ্বরদীতে নদীতে নৌকা ডুবে কৃষকের মৃত্যু
কক্সবাজারে ছাত্রদলের ঘোষিত ইউনিট কমিটি বাতিল
সোনামসজিদ সীমান্তে ১১৩০ বোতল ফেনসিডিল জব্দ


দুর্নীতি-সন্ত্রাস বন্ধের দাবি প্রগতিশীল বিভিন্ন সংগঠনের
দলের নাম ভাঙিয়ে অন্যায় করতে দেবেন না মেয়র সাদিক
নওগাঁয় ঘুষসহ সাব-রেজিস্ট্রি অফিসের দু’জন দুদকের হাতে আটক
আমিরাতের মানবসম্পদমন্ত্রীর সঙ্গে ইমরান আহমদের বৈঠক
স্পিকারের সঙ্গে সার্বিয়ার উপ-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ