php glass

সুন্দরবন এক্সপ্রেস দুর্ঘটনায় ৫ ট্রেনের যাত্রা বিলম্ব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লাইনচ্যুত হওয়া বগিটি উদ্ধারে কাজ করছেন রেলওয়ের প্রকৌশলীরা।

walton

ঢাকা: টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রাপ্তে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের একটি বগির দুইটি চাকা লাইনচ্যুত হওয়ায় শিডিউল বিপর্যয়ে পড়েছে রেল। যে কারণে শুক্রবার (০৯ আগস্ট) রাতে বিলম্বে ছাড়বে পাঁচটি ট্রেন।

রেলের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান এতথ্য নিশ্চিত করে বলেন, সর্বোচ্চ ছয় ঘণ্টা বিলম্বে ছাড়বে রাজশাহীগামী পদ্মা ও সিল্কসিটি এক্সপ্রেস। এছাড়া বাকি ট্রেনগুলো সর্বনিম্ন পৌনে দুই ঘণ্টা থেকে চার ঘণ্টা পর্যন্ত বিলম্ব করবে।

রেল সূত্র জানায়, ৭৫৩ নং সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ৬ ঘণ্টা ২০ মিনিট বিলম্বে আনুমানিক রাত ৯টায় কমলাপুর ছেড়ে যাবে। ৭৬৪ নং চিত্রা এক্সপ্রেস ট্রেনটি চার ঘণ্টা বিলম্বে রাত ১১টায় ছেড়ে যাবে। ৭৫৭ নং দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি এক ঘণ্টা ৪৫ মিনিট বিলম্বে আনুমানিক রাত পৌনে ১০টার দিকে ছেড়ে যাবে। 

এছাড়া ৭৫৯ নং পদ্মা এক্সপ্রেস ট্রেন ছয় ঘণ্টা বিলম্বে ভোর ৫টা ১০ মিনিটে ও ৭৯৫ নং বেনাপোল এক্সপ্রেস দুই ঘণ্টা বিলম্বে আনুমানিক রাত পৌনে ৩টায় কমলাপুর ছেড়ে যাবে।

আর পশ্চিমাঞ্চলগামী ট্রেনগুলো কমপক্ষে এক ঘণ্টা বিলম্বে কমলাপুর ছাড়বে। 

দুপুর দেড়টার দিকে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রাপ্তে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের একটির বগির দুইটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা থেকে উত্তর ও দক্ষিণবঙ্গগামী ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে সুন্দরবন এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়া বগিটি অপসারণ করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনার কারণে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে, দিনাজপুরগামী একতা এক্সপ্রেস, নীল সাগর এক্সপ্রেসসহ উত্তর ও দক্ষিণবঙ্গগামী সব ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন ঈদে ঘরমুখো মানুষ।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৯
টিএম/জেডএস

ক্লিক করুন, আরো পড়ুন: ট্রেন দুর্ঘটনা
মওলানা ভাসানীর প্রয়াণ
ইতিহাসের এই দিনে

মওলানা ভাসানীর প্রয়াণ

পাহাড়ের মাটি যাচ্ছে ইটভাটায়
গভীর রাতে উন্নয়ন কাজ তদারকিতে মেয়র নাসির
আমিরাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সৌদিতে নারী কর্মী পাঠানো নিয়ে বিপাকে সরকার


রোববার প্রধানমন্ত্রীকে চিঠি দেবে বিএনপি
১৮ কোটি মানুষ পেঁয়াজের জন্য আর্তনাদ করছে: কর্নেল অলি
এপিকটায় অংশ নেবে দেশের ৩২ প্রকল্প
বনশ্রীতে বাসার দরজা ভেঙে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
শেষ হলো অস্ট্রেলিয়া-বাংলাদেশ প্রথম বাণিজ্য সম্মেলন