ভিজিএফ কার্ডধারীদের মধ্যে চাল বিতরণ। ছবি: বাংলানিউজ
খাগড়াছড়ি: ঈদুল আজহা উপলক্ষে খাগড়াছড়ি পৌরসভার আওতাধীন ভিজিএফ এর কার্ডধারী ৮ হাজার পরিবারের মধ্যে চাল বিতরণ শুরু হয়েছে। প্রত্যেক কার্ডধারী পাবেন ১৫ কেজি করে চাল।
শনিবার (০৩ আগস্ট) সকালে খাগড়াছড়ির পৌর ঈদগা মাঠে চাল বিতরণ শুরু হয়।
চাল বিতরণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার প্রশাসক মো. শহিদুল ইসলাম।
পৌরসভা সূত্রে জানা যায়, খাগড়াছড়ি পৌরসভা এলাকায় ৮০ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হবে।
এসময় পৌরসভা মেয়র রফিকুল আলম, পৌরসভার কাউন্সিলর আব্দুল মজিদ, আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা দিদারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯
এডি/এইচএডি