নারায়ণগঞ্জে অবৈধ দোকান উচ্ছেদের পর ওই এলাকা পরিদর্শন করেন এসপি হারুন। ছবি: বাংলানিউজ
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়ক এলাকা থেকে চুরি-ছিনতাইয়ের অভিযোগ আর পাচ্ছেন না বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) হারুনুর রশিদ।
রোববার (৩০ জুন) দুপুরে নারায়ণগঞ্জের মীর জুমলা সড়কে অস্থায়ী দোকান উচ্ছেদের পর সড়কটি পরিদর্শনে এসে এসপি হারুন এ তথ্য জানান।
হারুনুর রশিদ বলেন, নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কের রাস্তাঘাট ও এর আশেপাশে কোনো হকার বসবে না। এটা জনসাধারণের রাস্তা। আর এ রাস্তাটি যেন পরিষ্কার থাকে সে দিকটি আপনারা খেয়াল রাখবেন। এখন এ রাস্তায় হকার না থাকায় মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছে। চুরি-ছিনতাইয়ের অভিযোগ এখন আর পাচ্ছি না। যানজটও কমে এসেছে।
এসময় তার সঙ্গে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সেখান থেকে ফেরার পথে শহরের চাষাঢ়া শহীদ মিনারে খাদ্যে ভেজাল রোধে একটি সংগঠনের অনশনে বক্তব্য রাখেন তিনি।
তিনি বলেন, খাদ্যে ভেজাল কারোই কাম্য নয়। এখানে আপনারা বেশিক্ষণ অনশন না করে সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে অভিযোগ জানান ও তাদের সঙ্গে কথা বলুন। আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যতটুকু করার তা আমরা করবো।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জুন ৩০, ২০১৯
এইচএডি/