php glass

দুই প্রেমিকের সঙ্গে উধাও হয় যমজ তিন বোন, আটক ৬

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পুলিশের হাতে আটক দুই প্রেমিকসহ ছয়জন, ছবি: বাংলানিউজ

walton

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজ যমজ তিন বোন ছোট বোনকে সঙ্গে নিয়ে তাদের প্রেমিকের হাত ধরে পালিয়েছিল। এ ঘটনায় কথিত দুই প্রেমিক মুন্না মিয়া ও মাসুদ রানাসহ ছয়জনকে আটক করা হয়েছে।

বুধবার (১৯ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন।

পুলিশ সুপার বলেন, মূলত পরিবারের প্রতি অভিমান করে ছোট বোনকে সঙ্গে নিয়ে বড় দু্ইবোন তাদের প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। পরে তারা শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় একটি বাড়িতে অবস্থান করে।

এ ঘটনায় তাদের বাবা বাদী হয়ে ফুলপুর থানায় নারী ও শিশু নির্যাতন এবং অপহরণ আইনে মামলা দায়ের করেন।

পরে জেলা ডিবি ও থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার (১৭ জুন) বিকেলে শেরপুর থেকে প্রথমে উদ্ধার করা হয় ছোট বোনকে। পরে তার দেওয়া তথ্যমতে মঙ্গলবার (১৮ জুন) রাতে অপর দুইবোনকে ঢাকা থেকে উদ্ধার করা হয়।

উদ্ধার করা তিন বোনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। 

এর আগে গত ১৪ জুন রাতে উপজেলার ভাইটকান্দি দক্ষিণ পাড়া এলাকার নিজ বাড়ি থেকে ‘রহস্যজনক’ভাবে নিখোঁজ হন যমজ তিনবোন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
এমএএএম/ওএইচ/

ক্লিক করুন, আরো পড়ুন: ময়মনসিংহ
শিল্পোন্নত দেশের কার্বন নি:সরণেই ক্ষতিগ্রস্ত বাংলাদেশ 
চোরাচালানের তালিকায় এবার পেঁয়াজ!
শাহআলীতে ফেনসিডিলসহ আটক
৩০০ ছুঁই ছুঁই, নতুন পেঁয়াজেও প্রভাব পড়ছে না দামে
বিশ্বের বুকে বাংলাদেশ এখন রোল মডেল: প্রতিমন্ত্রী পলক


হবিগঞ্জে এক বছরে প্রাথমিকে শিক্ষার্থী কমেছে ৭ সহস্রাধিক
ইরাকের সরকারবিরোধী বিক্ষোভে দেড় মাসে নিহত ৩২০  
ভান্ডারিয়ায় ইয়াবাসহ দুই মাদকবিক্রেতা আটক
মনের তৃষ্ণা বাড়িয়ে দিলেন লোকশিল্পীরা
স্বেচ্ছাসেবক লীগে শীর্ষ পদে আলোচনায় যারা