php glass

সাভারে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক 

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আটক ব্যক্তি। ছবি : বাংলানিউজ

walton

সাভার (ঢাকা): সাভারের বিরুলিয়ায় স্বামীর কুড়ালের আঘাতে নাজমা বেগম (৩৩) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় স্বামী সুরুজ্জামান বকুলকে (৪৮) আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১১ জুন) বিকেলে বিরুলিয়া ইউনিয়নের আকরাইন বাজারের পাশে এ ঘটনা ঘটে।

নিহত নাজমা ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়ার থানা এলাকার পুটিজানা গ্রামের মেয়ে। তিনি পেশায় একজন পোশাক শ্রমিক বলে জানা গেছে। 

এ ঘটনায় অভিযুক্ত স্বামী সুরুজ্জামান বকুল ওই এলাকায় কাঠমিস্ত্রীর কাজ করতেন বলে জানান স্থানীয়রা।

পুলিশ জানায়, গ্রামের বাড়িতে নাজমার নামে সাড়ে পাঁচ কাঠা জায়গা আছে। সেই জায়গাটুকু তিনি নিজেদের তিন মেয়ের নামে লিখে দিতে চান। এ নিয়ে স্বামীর সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল। মঙ্গলবার বিকেলে এ বিষয় নিয়ে সুরুজ্জামানের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে সুরুজ্জামান ধারালো কুড়াল দিয়ে নাজমাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই নাজমার মৃত্যু হয়। 

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজগর আলী বাংলানিউজকে বলেন, এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া স্বামীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, জুন ১১, ২০১৯
আরএ

ক্লিক করুন, আরো পড়ুন: সাভার
গফুর হালীর কথায় ‘ও পরাণের বন্ধু’ আমার মৌলিক গান: বেলী
শেরপুর সীমান্তে বন্যহাতির মরদেহ উদ্ধার
খালেদার বোমা হামলা মামলার প্রতিবেদন ২৬ আগস্ট
বাকলিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
৫ প্রার্থী নিয়ে দুশ্চিন্তায় আ.লীগ, স্বস্তিতে বিএনপি


ভেজালমুক্ত খাদ্য নিশ্চিতে সার্বক্ষণিক অভিযানে গুরুত্ব
১৫ কোটি গ্রাহকের ‘গ্যালারি’ ফেসঅ্যাপের দখলে
জনতার মুখোমুখি হচ্ছেন চসিক মেয়র
বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু
আশুলিয়ায় ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন