php glass

প্রেমে রাজী না হওয়ায় বন্ধুর সহযোগিতায় ধর্ষণ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: প্রতীকী

walton

খাগড়াছড়ি: এক কিশোরীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো আমিনুল ইসলাম (১৮) নামে এক তরুণ।

কিন্তু এতে সাড়া না দেওয়ায় অপর দু’বন্ধুর সহযোগিতায় ওই কিশোরীকে (১৩) ধর্ষণ করে খাগড়াছড়ির জেলা সদরের ভূয়াছড়ির নতুন বাজার এলাকার সুরুজ আলীর ছেলে আমিনুল।

গত সোমবার (১০ জুন) দুপুরে এ ঘটনার অভিযোগ পাওয়া যায়। পরে সোমবার রাতেই অভিযুক্ত তিনজনকে আটক করে পুলিশ।

আটক বাকী দু’জন হলো- ভূয়াছড়ির নতুন বাজার এলাকার আব্দুল কাদেরের ছেলে আল আমিন (১৭) ও কামাল হোসেনের ছেলে জাহেদুল ইসলাম (১৬)। পেশায় তিনজন ফার্নিচার শ্রমিক বলে জানা গেছে।

ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে অধ্যায়নরত।

কিশোরীর মামা কামাল হোসেন বলেন, সোমবার দুপুরে আমার ভাগ্নি বাড়ির পাশের জঙ্গলে ছাগল চড়াতে যায়। এসময় তাকে একা পেয়ে আল আমিন এবং কামালের সহযোগিতায় আমিনুল তাকে ধষর্ণ করে পালিয়ে যায়। পরে বিষয়টি আমরা পুলিশকে অবহিত করি। আমিনুল দীর্ঘদিন ধরে আমার ভাগ্নিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু এতে সে রাজী না হওয়ায় এ ঘটনা ঘটিয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাৎ হোসেন টিটো বলেন, এ ঘটনায় কিশোরী বাদী হয়ে আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, জুন ১১, ২০১৯
এডি/এএটি

ক্লিক করুন, আরো পড়ুন: ধর্ষণ খাগড়াছড়ি
সাভারে ‘ছেলেধরা’ সন্দেহে দম্পতিকে গণপিটুনি
অর্ধশতক পর ৫২ নাবিকসহ উধাও ফরাসি ডুবোজাহাজের সন্ধান
প্রিয়া সাহার বক্তব্যে চক্রান্ত আছে কিনা খতিয়ে দেখতে হবে
বোয়ালখালীতে যুবকের মরদেহ উদ্ধার
ক্রিকেটে আমরা সবাই একটি পরিবারের মতো: তামিম 


পদ্মার পানি কমায় চরভদ্রাসনে তীব্র ভাঙন
গোবিন্দগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে উপনির্বাচন স্থগিত
চাকতাই খালে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জাবিতে গাছ কেটে হল নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ
লিটন-রিভা গাঙ্গুলী বৈঠক: নৌ-আকাশ-রেল যোগাযোগ চালুতে মত