php glass

জলবায়ু ক্ষতি মোকাবিলায় উপকূলে বাজেট বৃদ্ধির দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বক্তব্য রাখছেন সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কাজী কানিজ সুলতানা। ছবি: বাংলানিউজ

walton

পটুয়াখালী: স্থানীয় পর্যায়ে জলবায়ু ক্ষতি মোকাবিলায় চাহিদা উপস্থাপন ও উপকূলে বাজেট বৃদ্ধির দাবিতে নাগরিক সমাজের অংশগ্রহণে ২০১৯-২০ সালের প্রাক-বাজেট সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২২ মে) সকাল ১১টায় মল্লিকা পার্টি সেন্টারে কোস্ট ট্রাস্টের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৩২৯ এর সংসদ সদস্য ও সমাজকল্যাণ এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কাজী কানিজ সুলতানা।

জেলা জলবায়ু ফোরামের সভাপতি একেএম নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সারোয়ার, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি, কোস্ট ট্রাস্টের টিম লিডার নাজমুস সাকিব প্রমুখ।

এছাড়াও সভায় জেলা জলবায়ু ফোরাম ও উপজেলা জলবায়ু ফোরামের সদস্য, সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং আন্তর্জাতিক ও স্থানীয় এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।             

বাজেট প্রস্তুতি সভায় স্থানীয় পর্যায়ে জলবায়ু ক্ষতির চিত্র উপস্থাপন ও টেকসই উন্নয়নে করণীয় নির্ধারণ, ক্ষতি মোকাবিলায় স্থানীয় সুপারিশ তুলে ধরাসহ বিভিন্ন বিষয়ে বক্তারা আলোকপাত করেন এবং আগামী বাজেটে জলবায়ু খাতে ফান্ড বৃদ্ধিসহ, তা বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কৌশল বিষয় উপস্থাপন করেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মে ২২, ২০১৯
আরএ

ক্লিক করুন, আরো পড়ুন: পটুয়াখালী
সময় পেলেই ঘুরে আসুন নারায়ণগঞ্জের কিছু দর্শনীয় স্থান
নলডাঙ্গায় কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
ফোনের চার্জ কখন দেবেন!
‘ভারপ্রাপ্ত’ দিয়েই চলছে আদিতমারী উপজেলার কার্যক্রম
খালিহাতে ৯ ফুট আকারের কুমির ধরে সোশ্যাল মিডিয়ায় ঝড়!


শীতের সবজি বাজারে, লাভে কৃষকের মুখে চওড়া হাসি
‘মোগো মাছ দাদারা নিয়া যায়’
হার্ট ভালো রাখতে প্রথমেই গুরুত্ব দিন মানসিক সুস্থতায়
১৬ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক, ‍সিঁড়ি নেই রয়েছে দ্বিতল ভবন!
আগুনে পুড়েছে সম্পদ, পুঁজি আর সঞ্চয়