php glass

ফেনীর সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মীর হান্নান আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনীর সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান। ছবি: বাংলানিউজ

walton

ফেনী: ফেনীর সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২২ মে) রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য সোমবার (২০ মে) দিনগত রাতে তাকে ঢাকায় আনা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সবশেষ বুধবার সকাল সাড়ে ১০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি ফেনী জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বাদ আছর ঢাকা বক্ষব্যাধি হাসপাতাল কোয়াটার জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৩ মে) ফেনীর মিজান ময়দানে সকাল ১১টায় ২য় জানাজা, ছাগলনাইয়া পাইলট হাই স্কুল মাঠে দুপুর ২টায় ৩য় এবং পূর্ব ছাগলনাইয়া নিজ বাড়ির দরজায় বিকেল ৩টায় শেষ জানাজা অনুষ্ঠিত হবে।

সাবেক কমান্ডার মীর হান্নানের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আখতার।

এছাড়াও সমবেদনা জানিয়েছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ‌এবং সভাপতি আবদুর রহমান বিকম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মে ২২, ২০১৯
এসএইচডি/এসএ

ক্লিক করুন, আরো পড়ুন: মুক্তিযোদ্ধা ফেনী
আবরারের নামে হলের নাম
দিল্লিতে জেল খেটেছিলেন নোবেলজয়ী অভিজিৎ
ছেঁউড়িয়ায় বসেছে সাধুর হাট, সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন
হাইকোর্টে ওসি মোয়াজ্জেমের জামিন আবেদন: আদেশ ৩ নভেম্বর
সিরিয়ায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রস্তাবে তুরস্কের ‘না’


শিশু তুহিন-আলিফা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
কিমের ঘোড়াপ্রেম!
‘সামাজিক অবক্ষয়ের কারণে সবাই চরম আতঙ্কিত’
তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় ১ জনের মৃত্যু
এমপিওভুক্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে শিক্ষকরা