php glass

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: প্রতীকী

walton

কুমিল্লা: কুমিল্লায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. সেলিম মিয়া (৪৫) নামে এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন। 

সোমবার (২০ মে) ভোরে সদর উপজেলার গোলবাড়ি এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। এসময় ঘটনাস্থল থেকে দুই হাজার ২০ পিস ইয়াবা জব্দ করা হয়। সেলিম ওই এলাকার মৃত আলী আহাম্মদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ১০ বিজিবির অতিরিক্ত পরিচালক আব্দুল্লাহ আল ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বিজিবির একটি বিশেষ টহল দল গোলাবাড়ি এলাকার শাহাপুর মাদ্রাসার দক্ষিণ পাশের বাগানে অভিযানে যায়। এসময় টের পেয়ে মাদকবিক্রেতারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মাদকবিক্রেতারা পালিয়ে যান। 

পরে ঘটনাস্থলে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তির নাম মো. সেলিম মিয়া।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, মে ২০, ২০১৯
আরবি/

ক্লিক করুন, আরো পড়ুন: বন্দুকযুদ্ধ কুমিল্লা
‘রাজধানীতে প্রতিদিন ৫ হাজার টন খাদ্য অপচয় হয়’
সন্ত্রাস দমনে গণশপথ নিলেন বুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা
আবরারের নামে হলের নাম!
দিল্লিতে জেল খেটেছিলেন নোবেলজয়ী অভিজিৎ
ছেঁউড়িয়ায় বসেছে সাধুর হাট, সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন


হাইকোর্টে ওসি মোয়াজ্জেমের জামিন আবেদন: আদেশ ৩ নভেম্বর
সিরিয়ায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রস্তাবে তুরস্কের ‘না’
শিশু তুহিন-আলিফা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
কিমের ঘোড়াপ্রেম!
‘সামাজিক অবক্ষয়ের কারণে সবাই চরম আতঙ্কিত’