কিং ব্র্যান্ড সিমেন্টের উদ্যোগে ইফতার
ময়মনসিংহ: দেড়শ’ রিটেইলার, ইঞ্জিনিয়ার, ঠিকাদারদের সম্মানে ময়মনসিংহে দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন কিং ব্র্যান্ড সিমেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মে) সন্ধ্যায় নগরীর হোটেল আমির ইন্টারন্যাশনালে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে কিং ব্র্যান্ড সিমেন্টের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর অখিল এন্টারপ্রাইজও অংশগ্রহণ করে।
ইফতার মাহফিলের আগে এক আলোচনা সভা শেষে বসুন্ধরা গ্রুপের ব্যবসায়িক উন্নতি, দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে কিং ব্র্যান্ড সিমেন্টের এজিএম খায়রুল ইসলাম, ডিভিশনাল সেলস ম্যানেজার মুক্তার আলী, অ্যারিয়া সেলস ম্যানেজার শফিকুল ইসলাম, অখিল এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী অখিল ধর ও নিউ আন ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী রফিকুল ইসলাম বাবুল উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, মে ১৫, ২০১৯
এমএএএম/জেডএস