php glass

গাজীপু‌রে ট্রে‌নে কাটা প‌ড়ে দুইজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুরের মানচিত্র

walton

গাজীপুর: গাজীপুর সি‌টি কর‌পো‌রেশ‌নের ধীরাশ্রম এলাকার পৃথক স্থানে ট্রে‌নে কাটা প‌ড়ে দুইজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ এ‌প্রিল) সকা‌লে ও মঙ্গলবার (২৩ এ‌প্রিল) রা‌তে ধীরাশ্রম এলাকায় ঢাকা জয়‌দেবপুর রেললাই‌নে এ ঘটনা ঘ‌টে। নিহত‌দের প‌রিচয় জানা যায়‌নি।

জয়‌দেবপুর রেলও‌য়ে জংশন পু‌লিশ ক্যা‌ম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দাস বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাত ১১টার দি‌কে ধীরাশ্রম এলাকায় ঢাকা-জয়‌দেবপুর রেললাই‌নে ট্রে‌নে কাটা প‌ড়ে এক ব্য‌ক্তি ঘটনাস্থ‌লেই নিহত হন। খবর পে‌য়ে রা‌তেই মর‌দেহ উদ্ধার ক‌রা হয়। নিহ‌তের প‌রিচয় জানা যায়‌নি। তার বয়স আনুমা‌নিক ৪৫ বছর। নিহ‌তের পড়‌নে কা‌লো প্যান্ট ও ধূসর রঙের শার্ট র‌য়ে‌ছে। 

তিনি আরও বলেন, একই এলাকায় বুধবার সকাল ১০টার দি‌কে ঢাকা-জয়‌দেবপুর রেললাই‌নে এক যুবক ট্রেনে কাটা প‌ড়ে ঘটনাস্থ‌লেই ‌মারা যান। খবর পে‌য়ে মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। তার প‌রিচয় জানা যায়‌নি। বয়স আনুমা‌নিক ৩৫ বছর। নিহ‌তের পড়‌নে ‌চেক লু‌ঙ্গি ও নীল র‌ঙের শার্ট র‌য়ে‌ছে।

ময়নাতদন্তের জন্য মর‌দেহ দু’টি ঢাকা মে‌ডি‌কেল ক‌লেজ (ঢামেক) হাসপাতাল ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে বলেও জানান এসআই সুব্রত দাস। 

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, এ‌প্রিল ২৪, ২০১৯
আরএস/ওএইচ/

ক্লিক করুন, আরো পড়ুন: ট্রেন দুর্ঘটনা
জিরুদের গোলে জিতল বিশ্ব চ্যাম্পিয়নরা
শুরু হচ্ছে ‘বটতলা রঙ্গমেলা ২০১৯’
চসিক নির্বাচনের পর নগর আওয়ামী লীগের সম্মেলন
ছোটপর্দায় আজকের খেলা
প্রিয়জনের ফেরার প্রতীক্ষায় ১২ বছর


‘ডাবল সেঞ্চুরি’ হাঁকিয়ে এগোচ্ছে পেঁয়াজ
ত্রিপুরায় পরীক্ষামূলক ড্রাগন ফলের চাষ
পানি ময়লা কাদা মাটিতেই চলছে ড্রেন ঢালাই
ডাবের পানির পুডিং! 
আবারও সেরা করদাতা ইস্ট ওয়েস্ট মিডিয়া