php glass

নারায়ণগঞ্জে রং-বেরঙয়ের ঘুড়ি উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জে ঘুড়ি উৎসবে প্রাণের উচ্ছ্বাস

walton

নারায়ণগঞ্জ: প্রায় ৫০ ধরনের রং-বেরঙের ঘুড়ি আকাশে উড়িয়ে নারায়ণগঞ্জে উৎসব পালন করেছে উল্লাস সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

শনিবার (২০ এপ্রিল) বিকেল ৪টার দিকে শহরের দেওভোগে হাতিরঝিলের আদলে তৈরি করা শেখ রাসেল পার্কে বাহারি রঙে ঘুড়ি উৎসবের আয়োজন করে সংগঠনটি।

এসময় উল্লাস পরিবারের সদস্যদের মধ্যে এক আনন্দময় পরিবেশ সৃষ্টি হয় ও শিশু-কিশোর বড় ছোটদের সবাই ঘুড়ি নিয়ে পার্কের চারিদিকে উড়িয়ে এক ভিন্ন উৎসবের আমেজ সৃষ্টি করেন। 

নারায়ণগঞ্জে ঘুড়ি উৎসবউল্লাস সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম হাসান দিনার জানান, পরিবারের সদস্যদের নিয়ে একটি সুন্দর বিকেল কাটানো জন্য এ ভিন্ন রকমের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিভিন্ন পশু-পাখির আবয়বে ঘুড়ি নিয়ে এ উৎসবের আয়োজনে পার্কের আকাশ হয়ে উঠে বর্ণিল। 

এসময় উপস্থিত ছিলেন উল্লাস সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ওয়াহিদ মুরাদ, সাধারণ সম্পাদক সেলিম হাসান দিনার, সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাইদুর রহমান হাইয়্যূল, যুগ্ম সম্পাদক সাজ্জাদ মাহমুদ নয়ন, সাংগঠনিক সম্পাদক জি এম কুদরত উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক আহম্মেদ, কোষাধ্যক্ষ নূরুল হুদা মহব্বত, প্রচার সম্পাদক এ এম রিশাত, কার্যকরী সদস্য সালাউদ্দিন আহম্মেদ মামুন, এ এম সাইফুল্লাহ রাহাত, মাসুম আব্বা, আওলাদ হোসেন চাউ, উজ্জল, লিটন সিকদার ও সাবেক সভাপতি রাকিব প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯
এসএইচ

ksrm
বুকের হাঁড় না কেটে হার্টে অস্ত্রোপচার এবার সরকারিভাবে
‘ডাকাত সর্দার’ সৈয়দ আলম গ্রেফতার
শিক্ষকদের কোচিং বন্ধে প্রতিষ্ঠানে কমিটি গঠনের প্রস্তাব
স্পেনে মধ্য আকাশে প্লেন-হেলিকপ্টার সংঘর্ষ
ভাণ্ডারিয়ায় নারীর মরদেহ উদ্ধার


পিএইচপি প্রোটন ফেস্টিভাল শুরু
স্টার্লিং-আগুয়েরোর নৈপুণ্যে সিটির জয় 
এক দশক পর একসঙ্গে আসছেন সঞ্জয় দত্ত ও মনীষা কৈরালা
আইজিসিসির আয়োজনে কথা-কবিতা-গানে বঙ্গবন্ধুকে স্মরণ
মঠবাড়িয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার