ছবি: প্রতীকী
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার জালকুড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১৩ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। জাহাঙ্গীর পাবনার সুজানগরের দিকবালা গ্রামের আলমগীরের ছেলে। তিনি জেলার ফতুল্লার দাপা ইদ্রাকপুরে ভাড়া থাকতেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) আজিজুল হক বাংলানিউজকে জানান, সকালে জালকুড়ি এলাকায় অজ্ঞাতনামা একটি গাড়ি জাহাঙ্গীরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
আরবি/